শিরোনাম
◈ আরাকান আর্মির কাছে জিম্মি ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি ◈ ঈদের চাঁদ দেখা যাবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ এলডিসি গ্র্যাজুয়েশন হলে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে : সিপিডি ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা হয়নি: উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ প্রবল বৃষ্টিতে রক্তের মতো লাল সমুদ্র সৈকত, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব ◈ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ◈ জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ◈ কী ঘটেছিল সেদিন আছিয়াদের বাড়িতে, জানালেন সারজিস ◈ গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবল বৃষ্টিতে রক্তের মতো লাল সমুদ্র সৈকত, ভিডিও ভাইরাল

প্রবল বৃষ্টিতে রক্তের মতো লাল হয়ে উঠেছে সমুদ্র সৈকত। তবে কি শিলাবৃষ্টির মতো এখন রক্তবৃষ্টিও হচ্ছে! কেউ আবার বলছেন, সৃষ্টিকর্তা রেগে যাচ্ছেন, না হলে রক্তবৃষ্টি কেন হবে! আবার কারও কথায় প্রকৃতির হাল বেহাল।

শনিবার (১৫ মার্চ) হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমত ভয় ধরিয়ে দিয়েছে সকলের মনে।

ভিডিওতে দেখা গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সমুদ্র সৈকত হয়ে উঠেছে টকটকে লাল। ব্যাপারটি আসলে কী?

নেটিজেনদের প্রতিক্রিয়া : এই ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের। প্রকৃতির কত লীলা, বলছেন কেউ কেউ। একই সঙ্গে, অনেকে এটিকে একটি সন্দেহজনক ঘটনা বলে অভিহিত করেছেন।

আবার একজন বলেন যে এটি কেবল আবহাওয়ার পরিবর্তন, এটি দেখে অবাক হওয়া উচিত নয়। তবুও, এটি বেশ আকর্ষণীয়। এই অনন্য দৃশ্যটি এই অঞ্চলে এক বিশেষ ধরনের মাটির উপস্থিতির ফল।

একজন ব্যবহারকারী ইনস্টাগ্রাম ভিডিওটিতে লিখেছেন, ঈশ্বরের প্রশংসা করছি। কি সুন্দর! সত্যিই, ঈশ্বর উভয় জগতের সেরা চিত্রকর।

ইরানের এই রক্তবৃষ্টির পুরো ব্যাপারটি কী: বলা বাহুল্য, ইরানে ‘রক্তবৃষ্টি’ এর এই ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হতে শুরু করলেও, এটি আজকের ভিডিও নয়। মূলত ২২ ফেব্রুয়ারি একজন ট্যুর গাইড ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এই ক্লিপ।

বিশেষজ্ঞরা বলছেন, ভারী বৃষ্টিপাতের পর লাল মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রের পানিতে মিশে যায়। এমন পরিস্থিতিতে সমুদ্রের পানিও লাল হয়ে যায়। এমন পরিস্থিতিতে ভয়ের কিছু নেই।

ইরানি পর্যটন বোর্ডের বরাত দিয়ে সিএনএনও জানায়, মাটিতে আয়রন অক্সাইডের উচ্চ ঘনত্বের কারণে এই ঘটনাটি ঘটে, যার ফলে মাটি উজ্জ্বল লাল হয়ে যায়। কাদার খনিজ পদার্থ সমুদ্রের পানির সঙ্গে মিশে সমুদ্র সৈকতে একটি আকর্ষণীয় লাল আভা তৈরি করে।

জানা গেছে, ইরানের মূল ভূখণ্ড থেকে কয়েক মাইল দূরে অবস্থিত এই পর্যটন স্থানে এমন ঘটনা সারা বছর ধরে ঘটে। এটি ইরানের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এই সৈকত হরমুজ প্রণালীর ‘রেইনবো দ্বীপ’-এ অবস্থিত।

ভিডিওটি শেয়ার করার পাশাপাশি, ট্যুর গাইড ফার্সি ভাষায় কিছু তথ্যও শেয়ার করেছেন। বাংলায় অনুবাদ করলে তা দাঁড়ায়, হরমোজের বিখ্যাত লাল সৈকতে প্রবল বৃষ্টিপাত। সেরাসিমার পর্যটকরা এই বৃষ্টি উপভোগ করুন। ওই ট্যুর গাইড ৮ ফেব্রুয়ারি রক্তবৃষ্টির অনুরূপ আরও একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আজ রেড বিচে প্রবল বৃষ্টি হয়েছিল। রেড বিচে পর্যটকদের উপস্থিতি আজ সর্বোচ্চ পর্যায়ে ছিল।’

এই মাটি কি মূল্যবান : ডেইলিমেইলের মতে, ‘জেলাক’ মাটি বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এটি শিল্প উদ্দেশ্যে, প্রসাধনী, রং, সিরামিক এবং কাচের জন্য ব্যবহৃত হয়।

স্থানীয় একটি পর্যটন বোর্ডের উদ্ধৃতি দিয়ে, আউটলেটটি আরও জানিয়েছে যে স্থানীয় খাবারে- প্রধানত জ্যাম এবং সস তৈরিতে এই মাটি ব্যবহৃত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়