শিরোনাম
◈ বাংলাদেশ নিয়ে রণধীর জয়সোয়ালের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব ◈ লালমনিরহাটে বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন ◈ জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান শিশুটির মা ◈ গত এক বছরে ভারতে আটক আড়াই হাজার বাংলাদেশি ◈ সাত দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে: আইন উপদেষ্টা ◈ ট্রেনে হামলায় ভারত জড়িত : পাকিস্তান ◈ আছিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ডের মাধ্যমে শাস্তির দৃষ্টান্ত স্থাপন হোক: হাসনাত-সারজিস ◈ আছিয়াকে নিয়ে জামায়াত আমিরের পোস্ট ◈ বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপাকে ট্রাম্প, টেসলা গাড়ি কিনে!

টেসলা গাড়ি কিনে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কেননা তার গাড়ি চালানোর কোনো অনুমতি নেই। এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়, ঝকঝকে একটি লাল টেসলা গাড়ি কিনেছেন ট্রাম্প। তবে অসুবিধা হচ্ছে তিনি এ গাড়ি চালাতে পারবেন না। কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো প্রেসিডেন্টের গাড়ি চালানোর অনুমতি নেই। তাদের নিরাপত্তার স্বার্থেই এই নিয়ম করা হয়েছে বলে মনে করা হয়।  

ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম টেসলা। সেখান থেকে ওই গাড়িটি কেনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার বলেছেন, আমি আমার বন্ধু ইলন মাস্কের কাছ থেকে একটি টেসলা কিনেছি, কিন্তু দুর্ভাগ্য হলো আমার গাড়ি চালানোর অনুমতি নেই। প্রথা অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টেরই রাস্তায় গাড়ি চালানোর অনুমতি থাকে না। নিরাপত্তার কথা চিন্তা করে এ পদক্ষেপ নেয় দেশটি। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সুরক্ষার জন্য এই নিয়ম জারি করে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তাদের পরিবারের দায়িত্বে নিয়োজিত থাকে এই আইন-শৃঙ্খলা বাহিনী।
টেসলার নির্বাহী পরিচালক মাস্ক সম্প্রতি রাজনৈতিকভাবে সমালোচনা এবং আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন। 

এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তিনি তার কোম্পানির কাছ থেকে একটি টেসলা গাড়ি কিনবেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট তার সবচেয়ে শক্তিশালী উপদেষ্টাকে সমর্থনের একটি দৃষ্টান্ত স্থাপন করেন। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের পক্ষে প্রচুর অর্থ ব্যয় করেছেন মাস্ক। তার এই অবদান ভুলে যাননি বন্ধু ট্রাম্প। ক্ষমতায় বসেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে বসিয়েছেন মাস্ককে। ফেডারেল সরকারের ব্যয় সংকোচনে তাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন রিপাবলিকান নেতা। ইলন মাস্কের প্রতি আস্থা ও সমর্থন জানাতে ট্রাম্প একটি নতুন টেসলা কেনার কথা জানিয়েছেন। শেয়ার বাজারে টেসলার স্টক মূল্যের পতন হওয়ার পর গাড়ি কেনার ঘোষণা দেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়