শিরোনাম
◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও! ◈ সাবেক মন্ত্রী-এমপিদের জন্য আনা ৩০টি গাড়ি ফের নিলামে, ক্রেতা নেই ◈ বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশে ৩০,০০০ টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ◈ একটি বিশেষ দলকে নিয়ে কেউ নিউজ করে না : মির্জা আব্বাস 

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৪:৪৭ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে অসুস্থ না হয়েও ‘সিক লিভ’ নিলে জেল-জরিমানা

অনলাইন ডেস্ক : অসুস্থ না হয়েও শরীর খারাপের বাহানা দিয়ে অফিস ফাঁকি দেওয়া নতুন কিছু নয়। এ কাণ্ড অনেক দেশের চাকরিজীবীরাই ঘটিয়ে থাকেন। বিবিসি এক জরিপে দেখিয়েছিল, ব্রিটেনের প্রতি পাঁচজন চাকরিজীবীর মধ্যে দুই ভুয়া অসুস্থতার কথা বলে ছুটি নেয়। আবার জার্মানিতে ভুয়া অসুস্থতার কথা বলেছে কি না তা যাচাই করতে রীতিমতো প্রাইভেট গোয়েন্দা রয়েছে। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান এই গোয়েন্দাদের নিয়োগ দেয় যে কর্মী অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছে, সে আসলেই অসুস্থ কি না সত্যতা যাচাইয়ের জন্য। এবার আরও একটি দেশ এ নিয়ে কড়া সতর্কতা জারি করেছে।

সৌদি আরব জানিয়েছে, ভুয়া অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করা বা জমা দেওয়া ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হবে। এ কাজের প্রমাণ পেলে এক বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। পাশাপাশি ১ লাখ সৌদি রিয়াল বা ২৬ হাজার ৬০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

সম্প্রতি এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অননুমোদিত চিকিৎসা ছুটির পরিষেবার প্রচারে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে এই সতর্কতা এসেছে। মন্ত্রণালয় জনগণকে এ ধরনের প্ল্যাটফর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এ কাজ অবৈধ এবং আইনি কার্যক্রমের আওতাভুক্ত বলে উল্লেখ করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুধুমাত্র সেহহাতি প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মক্ষেত্রের অসুস্থতাজনিত ছুটির প্রতিবেদন ইস্যু করার অনুমোদন দেওয়া হয়েছে। অন্যান্য যে কোনো উপায়ে প্রাপ্ত প্রতিবেদন অবৈধ বলে গণ্য হবে এবং আইনি পদক্ষেপের সম্মুখীন হতে পারে।’

পাশাপাশি চিকিৎসা ছুটির পরিষেবার অপব্যবহার রোধ করতে স্বাস্থ্য কর্তৃপক্ষ একটি ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে রোগীদের স্বাস্থ্য রেকর্ডের সঙ্গে চিকিৎসা ছুটির প্রতিবেদনগুলো ক্রস-চেক করা হবে। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে সম্মতি নিশ্চিত করা এবং বাস্তব সময়ে জালিয়াতি শনাক্ত করা।

মন্ত্রণালয় চিকিৎসা খাতে কর্মরতদের তাদের নৈতিক ও আইনি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে দিয়ে, যারা চিকিৎসা প্রমাণ ছাড়া বা ভুয়া অসুস্থতার নথি দেন, তারা শৃঙ্খলাগত ও আইনি শাস্তির সম্মুখীন হতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়