শিরোনাম
◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও! ◈ সাবেক মন্ত্রী-এমপিদের জন্য আনা ৩০টি গাড়ি ফের নিলামে, ক্রেতা নেই ◈ বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশে ৩০,০০০ টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ◈ একটি বিশেষ দলকে নিয়ে কেউ নিউজ করে না : মির্জা আব্বাস  ◈ ওসমানীর নাম স্বাধীনতা পুরস্কারের চূড়ান্ত তালিকায় নেই কেন, জানাল প্রেস উইং ◈ তর্কে জড়ালেন হাসানুল হক ইনু , হাতকড়া খুলে দিল পুলিশ ◈ মাগুরায় শিশু ধর্ষণ: সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন মেয়েটির মা ◈ কত কোটি টাকা আছে হাসিনা ও আওয়ামী লীগের অবরুদ্ধ ২৭ ব্যাংক হিসাবে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ, প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ ◈ সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরা যাবে না: তারেক রহমান

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব গঠনমূলক ভূমিকা নিয়েছে, জেলেনস্কি

ডয়চে ভেলে: যুবরাজ সালমানের সাথে তার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল, ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দেয়ার বিষয়টি। তারা প্রতিরক্ষা, বিদ্যুৎ, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা করেছেন।

সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করবেন ডোনাল্ড ট্রাম্পের দূত।

আজ মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। তার আগে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ‘সৌদির যুবরাজ প্রকৃত শান্তি আনার চেষ্টা করছেন। সৌদি আরব কূটনৈতিক ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। আমরা তার প্রশংসা করছি।’

জেলেনস্কি জানিয়েছেন, ‘যুবরাজ সালমানের সাথে তার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল, ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দেয়ার বিষয়টি। তারা প্রতিরক্ষা, বিদ্যুৎ, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা করেছেন।’

সৌদি আরবের সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে যুবরাজ সালমান ইউক্রেন সঙ্কট কাটিয়ে শান্তি ফেরানোর জন্য আন্তর্জাতিক প্রয়াসের উপর জোর দিয়েছেন।

শান্তি আলোচনা

সৌদি আরবে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর লক্ষ্যে আলোচনা হবে।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের প্রতিনিধি দলে থাকবেন সেনাপ্রধান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠকে যাচ্ছে। তার আশা, এই আলোচনার ফলে যুদ্ধ বন্ধের পথ খুলে যাবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে জেলেনস্কি বলেন, ‘আমরা আশা করছি, আলোচনা সফল হবে। ইউক্রেন পুরোপুরি গঠনমূলক আলোচনা করবে।’

কিছুদিন আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রকাশ্যে বাদানুবাদ হয়েছিল। ওই পরিপ্রেক্ষিতে সৌদির বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের দূত মস্কোতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনা করবেন বলে বার্তা সংস্থা রয়টার্স ও ব্লুমবার্গ সূত্র উদ্ধৃত করে জানিয়েছে।

উইটকফ হলেন মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের দূত। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

গত জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। ফেব্রুয়ারিতে উইটকফ পুতিনের সাথে দেখা করেছেন এবং তিনি রাশিয়ায় শাস্তিপ্রাপ্ত এবং জেলে বন্দি মার্কিন শিক্ষক মার্ক ফোজেলকে সাথে করে নিয়ে দেশে ফেরেন।

ফোজেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মারিজুয়ানা নিয়ে ঘুরছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়