শিরোনাম
◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন, গার্ডিয়ানকে ড. ইউনূস ◈ রোজার ঈদে এবার পাওয়া যাবে না নতুন টাকা ◈ চ্যাম্পিয়নস ট্রফির আয়েজক হয়েও পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি ছিলো না ◈ খেলোয়াড়দের বছরে বেতনবাবদ পিএসজির ব্যয় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা  ◈ অপরাধে জড়াচ্ছে সমন্বয়করা, ভুয়া সমন্বয়ক পরিচয়ে অপরাধ করছে অনেকে

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

রমজান মাসে ভারতের গুলমার্গে ফ্যাশন শো! বিধানসভায় নিন্দা

ইন্ডিয়ান এক্সপ্রেস: ভারতে কাশ্মীরের গুলমার্গে একটি ফ্যাশন শো অনুষ্ঠানের পর বিষয়টি নিয়ে বিধানসভায় তুমুল বিতর্ক হয়েছে। তবে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ওই ফ্যাশন শো আয়োজনে তার সরকারের কোনও ভূমিকা ছিল না। ওমর আবদুল্লাহ এও বলেন, ‘কিছু লোক বলেছে যে পবিত্র রমজান মাসে এটি হওয়া উচিত ছিল না, কিন্তু আমার মনে হয় আমি সেখানে যা দেখেছি, রমজান ছেড়ে দিন, এটি বছরের কোনও মাসেই হওয়া উচিত নয়।’ 

গত রোববার, কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুক রমজান মাসে ওই ফ্যাশন শোকে “অপমানজনক” এবং “অশ্লীল” বলার পর ওমর আবদুল্লাহ বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন চেয়েছিলেন। উমর ফারুক বলেন,  আমি যে ছবিগুলি দেখেছি তা স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখায় এবং তাও এই পবিত্র রমজান মাসে (রমজানের)।

শুক্রবার ডিজাইনার লেবেল শিবান ও নরেশের ১৫তম বার্ষিকী উপলক্ষে গুলমার্গের তুষারাবৃত ঢালে ওই ফ্যাশন শোটি’র আয়োজন করা হয়।

মীরওয়াইজ বলেছিলেন যে “পর্যটন প্রচারের নামে এই ধরণের অশ্লীলতা কাশ্মীরে সহ্য করা হবে না”। পিপলস কনফারেন্সের সভাপতি সাজাদ লোন এই অনুষ্ঠানটিকে “অত্যন্ত এড়িয়ে যাওয়া যায়” বলে অভিহিত করেছিলেন। শ্রীনগরের সাংসদ আগা রুহুল্লাহ মেহেদী এবং কংগ্রেস নেত্রী দীপিকা পুষ্কর নাথও এর সমালোচনা করেন।

বাজেট আলোচনার আগে সোমবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আবদুল্লাহ বলেন যে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে “এটি একটি ব্যক্তিগত দল ছিল যারা গুলমার্গে চার দিনের অনুষ্ঠানের আয়োজন করেছিল”। বিধানসভায় আইন প্রণেতাদের উদ্বেগের জবাবে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন।

জনসাধারণের অনুভূতিতে আঘাত লেগেছে উল্লেখ করে তিনি বলেন, “কিছু লোক বলেছে যে পবিত্র রমজান মাসে এটি হওয়া উচিত ছিল না, তবে আমি মনে করি আমি সেখানে যা দেখেছি, রমজান বাদ দিন, এটি বছরের কোনও মাসেই হওয়া উচিত নয়।”

আবদুল্লাহ বলেন, এটি একটি ব্যক্তিগত পার্টি ছিল। তারা একটি বেসরকারি হোটেলে ব্যক্তিগতভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছিল এবং তারা ব্যক্তিগতভাবে আমন্ত্রণপত্র বিতরণ করেছিল।

সরকারের কাছ থেকে কোনও অনুমতি চাওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন যে কোনও সরকারি অবকাঠামো ব্যবহার করা হয়নি, এমনকি সেখানে কোনও সরকারি যন্ত্রপাতিও উপস্থিত ছিল না। এটা স্পষ্ট যে ফ্যাশন শো আয়োজনকারীরা তাদের বিবেক ব্যবহার করেননি বা জনসাধারণের অনুভূতির প্রতি মনোযোগ দেননি।
তিনি বলেন, প্রশাসনকে তদন্ত করার এবং প্রয়োজনে বিষয়টি পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়