শিরোনাম
◈ কত টাকা বেতন পাবেন এমপিওভুক্ত দেড় হাজার এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা? ◈ জুলাই গণহত্যার মামলা আইসিসিতে পাঠানোর পরামর্শ টবি ক্যাডম্যানের ◈ কারা থাকছেন এমপিদের ‘ন্যাম ভবনে’  ◈ এএসপি পদে পদোন্নতি পেলেন ১৪ পুলিশ পরিদর্শক ◈ স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ◈ ইরান একের পর এক নতুন অস্ত্র প্রদর্শন করছে , নিচ্ছে কঠোর প্রস্তুতি ◈ ট্রাম্পের ‘লাস্ট ওয়ার্নিং’ এর তীব্র প্রতিক্রিয়ায় যা বলল হামাস! ◈ ফেব্রুয়ারিতে রেমিট্যান্স সবচেয়ে বেশি এসেছে যেসব দেশ থেকে, যা জানাগেল ◈ এনআইডি সেবা নিয়ে দোটানায় সরকার ◈ যে কারণে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ০৮:২৩ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ চলতি মাসেই, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?

চলতি বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ দেখা যাবে মার্চ মাসেই। ২০২৫ সালে দুটি আংশিক সূর্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম আংশিক সূর্যগ্রহণ হবে চলতি মাসের ২৯ তারিখ। তবে এর আগেই ১৪ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তখন চাঁদটি একটি আকর্ষণীয় লালচে রঙ ধারণ করবে যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই সূর্যগ্রহণ দেখা যাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক ও আর্কটিক মহাসাগর, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে। উত্তর আমেরিকায় এটি সূর্যোদয়ের সময় অনুষ্ঠিত হবে, ফলে সেখান থেকে সবচেয়ে ভালোভাবে এটি দেখা যাবে।

 সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৫০ মিনিটে শুরু হবে। গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত হবে। পুরো ঘটনাটি আনুমানিক চার ঘণ্টা স্থায়ী হবে। তবে ভারত এবং বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না।
 
 অন্যদিকে চন্দ্রগ্রহণটি আগামী ১৪ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯টা ৫৯ মিনিটে শুরু হবে এবং বিকেল ৩টা ৫৯ মিনিটে শেষ হবে। ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আফ্রিকার কিছু অংশ, এশিয়ার কিছু অংশ এবং দক্ষিণ ও উত্তর মেরুতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটিও ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না।
 
২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২১ সেপ্টেম্বরে। দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে প্যাসিফিক, অস্ট্রেলিয়া ও  অ্যান্টার্কটিকার আকাশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়