শিরোনাম

প্রকাশিত : ২০ জুলাই, ২০২২, ০৯:৪১ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২২, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরম বিপর্যয়ে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক পরিবেশ

অস্ট্রেলিয়া

মাকসুদুর রহমান: তব্রী গরমে বিপর্যস্ত ইউরোপ। এমন সময়ে অস্ট্রেলিয়ার প্রকাশ করা প্রতিবেদন বলছে, গত পাঁচ বছরে দেশটির পরিবেশ কেবলই খারাপের দিকে যাচ্ছে।

দীর্ঘ দিনের জরিপের উপর উঠে প্রতিবেদন প্রকাশের আগে অস্ট্রেলিয়ার নতুন পরিবেশমন্ত্রী তানিয়া প্লাইবারসেক বলেন, এমন পরিস্থিতিতে মাটি ও পানির জন্য টিকে থাকা কঠিন। দেশটিতে কোয়ালিশন সরকার গত বছর ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত পরিবেশ বিষয়ে কোন প্রতিবেদন প্রকাশ করেনি। এক্ষেত্রে পূর্ববর্তী সরকারের উদাসিনতাকেই তুলে ধরতে চাইছে কিছু গণমাধ্যম।

প্লাইবারসেক আরো বলেন, যখন আপনি প্রতিবেদনটি পড়বেন তখন বুঝতে পারবেন কেন জালবায়ু পরিবর্তনের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন নির্বাচনের প্রতিদ্বন্ধীরা।

প্রতিবেদনটি বলছে জলবায়ু পরিবর্তনের ফলে দেশটির প্রাকৃতিক পরিবেশ অবনতির দিকে যাচ্ছে ফলে বাসস্থান সংকুচিত হচ্ছে কমছে বন্য প্রাণীর সংখ্যা অপরদিকে দেশটিতে বৃদ্ধি পাচ্ছে দূষণ এবং কমে যাচ্ছে উৎপাদনশীল সম্পদ।

জলবায়ু পরিবর্তনের ফলে দেশটির পরিবেশ ধ্বংস হয়ে যাবার মত প্রভাব উঠে এসেছে পুরো প্রতিবেদনে। সমুদ্র থেকে উঠে আসা তাপের প্রভাবে গ্রেট ব্যারিয়ার রিফ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফরে দেখা দিচ্ছে বন্যা সহ বনাঞ্চলে আগুন লাগার মত ঘটনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়