শিরোনাম
◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৫৫ ◈ বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে  ১২ কেজি গাঁজা, এক নারী গ্রেফতার  ◈ ভারতের কারাগারে আড়াই বছরে বাংলাদেশি বন্দির সংখ্যা ১০৬৭ জন ◈ নিজের বানানো হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা (ভিডিও) ◈ ভারত সীমান্তে তুরস্কের তৈরি বায়রাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, এএনআইয়ের প্রতিবেদন ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার ◈ মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত দুজন জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন, আরও যা জানা গেল ◈ অনলাইনে আবেদন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া ই-পাসপোর্ট পাওয়ার উপায় ◈ ফরিদপুরে দুইপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৫

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০১:৪৮ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতছড়ি জাতীয় উদ্যানে পানি ও খাদ্যসংকট, লোকালয়ে বানর

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানের বানরগুলো চরম খাদ্য সংকটে পড়েছে। বনের ভেতর পর্যাপ্ত পানি ও খাদ্য না থাকায় খাবার খেতে বানরগুলো চলে আসছে লোকালয়ে। স্থানীয়রা জানান, সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে আসা পর্যটক দেখলে ইদানীং বানরগুলো খাবার খেতে গাছ থেকে নেমে পড়ছে। বিশেষ করে খাবারের দোকান, ত্রিপুরা পল্লীর প্রবেশ পথ, সাতছড়ি মসজিদের পাশে যেখানে মানুষের সমাগম সেখানে বানরগুলো নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে।

এ ছাড়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক পারাপার হওয়ার সময়ও অনেক বানর প্রাণে মারা যাচ্ছে আবার অনেক বানর পঙ্গু হয়ে যাচ্ছে। বিশেষ করে শীত মৌসুম এলেই বনে দেখা যায় চরম খাদ্য সংকট। সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে আসা পারভেজ বলেন, ‘উদ্যানের বানরগুলো সবার কাছে খাবার চাচ্ছে দেখে আমার ছোট মেয়েটি বানরকে একটি কলা দিল। বানরটি কলা নিয়ে খেলো।

তিনি আরো বলেন, ‘এখানে অপরিকল্পিতভাবে বনায়ন করায় বানরসহ পশু-পাখির খাবারের চরম সংকট দেখা দিয়েছে। তাই বানরগুলো ক্ষুধা মেটাতে মানুষের কাছে খাবার চায়। কেউ ব্যাগ রেখে একটু দূরে গেলে সুযোগ পেলে ব্যাগ থেকে খাবার নিয়ে যায় বানররা।

এখানে এসে খাদ্যের জন্য তাদের আকুতি দেখে সত্যিই মায়া লাগে।’পরিবেশবাদী সাংবাদিক অধ্যক্ষ আল-মামুন বলেন, ‘বানরগুলো লোকালয়ে এসে মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। প্রাকৃতিক নিয়মে বেড়ে উঠা বানরগুলো বনের গাছের ফল মূল লতা পাতা খেয়ে বাঁচবে এটাই নিয়ম। তারা শারীরিকভাবে সুস্থ থাকবে, প্রজনন বাড়বে। সাতছড়ি উদ্যানের বানরগুলো পর্যটকদের ফেলে দেওয়া খাবার খেয়ে অলস হয়ে পড়ছে।


তারা বনে খুঁড়িয়ে খেতে চাচ্ছে না। খাবারের সন্ধানে অনেক বানর রাস্তায় এসে দুর্ঘটনায় আহত ও নিহত হচ্ছে।’
সাতছড়ি বন বিভাগ সূত্র জানায়, সাতছড়ি জাতীয় উদ্যানে পাঁচ জাতের বানর আছে। বানরগুলোর মধ্যে সাতছড়ি জাতীয় উদ্যানে রিসাস বানর খুব বেশি চোখে পড়ে। এরা মানুষের খুব কাছাকাছি থাকতে পছন্দ করে। এদের আচরণ অনেকটা মানুষের মতোই। এ ছাড়া উল্টোলেজি বানর, লজ্জাবতী বানর, আসামি বানর, মুখপোড়া হনুমান এ বনে দেখা যায়।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুনুর রশীদ বলেন, ‘২০২৪ অর্থ বছরে সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে ফলজ গাছ লাগানো হয়েছে। এ ছাড়া ২০১৮ সালে ১০ একর জায়গায় কাঁঠাল, চাম কাঁঠাল, আম, জামসহ ফলজ গাছ রোপণ করা হয়েছে। গাছগুলোতে ফলন আসছে।  বনের ভেতরে বানরের পানীয় জলের জন্য পুকুর খনন করা হয়েছে।’

সুত্র : কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়