শিরোনাম
◈ ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৫৫ ◈ বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে  ১২ কেজি গাঁজা, এক নারী গ্রেফতার  ◈ ভারতের কারাগারে আড়াই বছরে বাংলাদেশি বন্দির সংখ্যা ১০৬৭ জন ◈ নিজের বানানো হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা (ভিডিও) ◈ ভারত সীমান্তে তুরস্কের তৈরি বায়রাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, এএনআইয়ের প্রতিবেদন ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার ◈ মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত দুজন জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন, আরও যা জানা গেল ◈ অনলাইনে আবেদন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া ই-পাসপোর্ট পাওয়ার উপায়

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ১২:৪১ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগের ঘোষণা দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্টের!

ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ

দীর্ঘদিনের বিতর্ক ও রাজনৈতিক চাপের পর অবশেষে পদত্যাগ করলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। বিচার বিভাগের প্রধানের ‘উপদেশ’ মেনে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্র পোস্ট করেন জারিফ।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৯ মাস ধরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে নিবেদিতভাবে কাজ করলেও গত ছয় মাস ধরে তাকে ও তার পরিবারকে ‘জঘন্য অপমান, অপবাদ এবং হুমকি’ সহ্য করতে হয়েছে।

সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার সরকারে কৌশলগতবিষয়ক পরামর্শদাতা হিসেবে জারিফকে নিয়োগ দিয়েছিলেন। নির্বাচনের সময় পেজেশকিয়ানের পক্ষে ভোট চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জারিফ।

এর আগে, ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির শাসনামলে আট বছর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জারিফ। ২০১৫ সালে পশ্চিমা বিশ্বের সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তিতে তার ভূমিকা ছিল অন্যতম।

নিজের পদত্যাগপত্রে জারিফ গত ছয় মাসকে তার ৪০ বছরের রাজনৈতিক জীবনের ‘সবচেয়ে তিক্ত’ সময় বলে উল্লেখ করেছেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই বিরোধীদের সমালোচনার মুখে পড়েন তিনি। জারিফের বিরোধীরা অভিযোগ তুলেছেন, তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। কারণ, তার সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং জন্মসূত্রে সে দেশের নাগরিক।

পদত্যাগপত্রে জারিফ লেখেন, ‘জাতীয় স্বার্থ রক্ষায় আমি চার দশক ধরে নানা অপমান ও অভিযোগ সহ্য করেছি। আরোপিত যুদ্ধের অবসান থেকে শুরু করে সফল পরমাণু চুক্তি পর্যন্ত আমার ছোটখাটো অবদান রয়েছে। কিন্তু লাগাতার মিথ্যা প্রচারণা ও বক্তব্য বিকৃতির মুখেও আমি চুপ থেকেছি।’

জারিফ জানান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই তাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন। দেশের চলমান অস্থিরতা আরও বাড়তে না দেওয়ার জন্য তাকে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সাবেক এই শীর্ষ কূটনীতিক আরও লেখেন, ‘আশা করি, আমার পদত্যাগের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা ও সরকারের সফলতার পথে থাকা বাধা দূর হবে।’

সরকারের বিভিন্ন নিয়োগ কমিটিতে থাকা জারিফকে সরাতে দীর্ঘদিন ধরে রক্ষণশীল রাজনীতিবিদেরা চাপ দিয়ে আসছিলেন। সম্প্রতি তাকে সরাতে পার্লামেন্টের প্রতিও আহ্বান জানানো হয়। এর আগেও জারিফের পদত্যাগের গুঞ্জন শোনা গিয়েছিল, তবে তখন তিনি তা উড়িয়ে দিয়েছিলেন।

তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট গ্রহণ করেছেন কি না, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের ওপর চাপ কমাতে পদত্যাগপত্র গ্রহণ করা হতে পারে।

এদিকে, এর এক দিন আগে অনাস্থা ভোটের মাধ্যমে অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করেছে ইরানের পার্লামেন্ট। তার বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছিল। তার মেয়াদে ইরানের মুদ্রার রেকর্ড দরপতন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়