শিরোনাম
◈ যে কারণে পদত্যাগ করলেন শিল্পকলা মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ! (ভিডিও) ◈ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ ◈ ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার ◈ ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান (ভিডিও) ◈ বাংলাদেশ বিমানের ফ্লাইটে মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ ◈ বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া ◈ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে যে নির্দেশ দিলেন অমিত শাহ ◈ ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা ◈ শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ ◈ সৌদি আরবে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প প্রশাসন কর্তৃক কর্মীদের গণছাঁটাইয়ের পরিকল্পনা আটকে দিলেন বিচারক

সম্প্রতি ডনাল্ড ট্রাম্প প্রশাসন ফেডারেল সংস্থাগুলোতে নিয়োগপ্রাপ্ত কর্মীদের গণহারে ছাঁটাই করার নির্দেশনা জারি করেছিলেন। একজন ফেডারেল বিচারক সেই নির্দেশের উপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন। এখবর জানিয়েছে রয়টার্স। সান ফ্রান্সিসকোর জেলা বিচারক উইলিয়াম আলসুপ বলেছেন, মার্কিন অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্টের কোনও কর্মীকে বরখাস্ত করার জন্য ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দেয়ার ক্ষমতা নেই, যার মধ্যে প্রবেশনারি কর্মচারীও রয়েছে যাদের সাধারণত এক বছরের কম অভিজ্ঞতা থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE) এর সহ-সভাপতিত্বকারী বিলিনিয়ার উদ্যোক্তা ইলন মাস্ক প্রশাসনের খরচ কমাতে কর্মীদের ছাঁটাই করার ঘোষণা দেয়ার পর আদালতের এই আদেশ আসে। 

বিচারক আলসুপ কর্মী ব্যবস্থাপনার কর্মকর্তাকে ২০ জানুয়ারি জারি করা একটি স্মারকলিপি এবং ১৪ ফেব্রুয়ারির  একটি ইমেইল প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন, যে দুটি ইমেইলই ফেডারেল সংস্থাগুলোকে প্রবেশনারি কর্মচারীদের চিহ্নিত করতে এবং তাদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল। বিচারক বলেন যে, এই মাসের শুরুতে প্রেসিডেন্ট কর্তৃক জারি করা ফেডারেল কর্মীদের গণ-বরখাস্তের আদেশের ফলে  জাতীয় উদ্যান, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রবীণদের জন্য পরিষেবা হ্রাসসহ ব্যাপক ক্ষতি হবে।

বিচারক আলসুপ আরো বলেন, ‘প্রবেশনারি কর্মচারীরা আমাদের সরকারের প্রাণ।’ শুক্রবার প্রতিরক্ষা বিভাগ ৫,৪০০ প্রবেশনারি কর্মচারীকে বরখাস্ত করার পরিকল্পনা করেছে, কারণ এটি কর্মচারী ইউনিয়নগুলোর মামলার আওতাধীন নয়। তবে বিচারক প্রতিরক্ষা বিভাগকে জানিয়েছে যে কর্মী ছাঁটাই সংক্রান্ত তাদের ইমেইল এবং মেমো অবৈধ।

আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজের প্রেসিডেন্ট, এভারেট কেলি (মামলার বাদী ইউনিয়নগুলির মধ্যে একটি) গণ-বরখাস্ত সম্পর্কে বলেছেন যে, ‘এরা হলেন পদস্থ কর্মী যারা তাদের সম্প্রদায়ের মধ্যে একটি পরিবর্তন আনার জন্য ফেডারেল সরকারে যোগ দিয়েছিলেন, কিন্তু ফেডারেল কর্মচারীদের প্রতি এই প্রশাসনের অবজ্ঞা কারণে হঠাৎ করেই তাদের চাকরিচ্যুত করা হয়েছিল।’ 

ট্রাম্প প্রশাসনের পক্ষে মার্কিন বিচার বিভাগ আদালতে যুক্তি দিয়েছিল যে, স্মারকলিপি এবং ইমেইলটি কেবল সংস্থাগুলোকে তাদের প্রবেশনারি কর্মীদের পারফরমেন্স পর্যালোচনা করতে এবং কাদের সম্ভাব্যভাবে বরখাস্ত করা যেতে পারে তা নির্ধারণ করতে বলেছিল। এটি কেবল একটি অনুরোধ ছিল, কর্মীদের বরখাস্ত করার আদেশ নয়। বুধবার জারি করা আরেকটি হোয়াইট হাউস স্মারকে সংস্থাগুলোকে ১৩ মার্চের মধ্যে কর্মী সংখ্যা ‘উল্লেখযোগ্য হ্রাস’ করার পরিকল্পনা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: হিন্দুস্থান টাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়