শিরোনাম
◈ চোর ধরার আড়াই কোটি টাকার ৪২০ সিসি ক্যামেরা চুরি ◈ ‘আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ’ ◈ ‌‌‌‘দুলাল ‘ক্রেতার পছন্দ মত’ শিশু চুরি করে বিক্রি করতেন’ ◈ আগামীকাল থেকে সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে বেক্সিমকোর ১৪ টি প্রতিষ্ঠান ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নতুন ছাত্রসংগঠন ◈ ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে: খালেদা জিয়া (ভিডিও) ◈ স্থানীয় সরকার নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি : তারেক রহমান (ভিডিও) ◈  ভুয়া তথ্যের সেই পোস্ট সরিয়ে ফেললেন সজীব ওয়াজেদ জয় ◈ দুই প্ল্যাটফর্ম থেকে সমান সংখ্যক নেতা নিয়ে নতুন দল, থাকছেন না সাবেক শিবির নেতারা ◈ সেনা সদস্যরা দেশের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে: সেনা প্রধান (ভিডিও)

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৪ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৪ সালের স্বাধীনতা সূচকে সবচেয়ে বেশি উন্নতি বাংলাদেশ ও ভুটানের

রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতায় গত বছর বিশ্বের সবচেয়ে বেশি উন্নতি করা দেশগুলোর একটি বাংলাদেশ।

বুধবার প্রকাশিত মার্কিন অলাভজনক গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ৬০টি দেশের রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার অবনতি ঘটেছে এবং মাত্র ৩৪টি দেশে উন্নতি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও সিরিয়ায় সবচেয়ে বেশি উন্নতি হয়েছে।

ফ্রিডম হাউজের সূচকে ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪০। ২০২৪ সালে তা বেড়ে হয় ৪৫।

এই এক বছরে পাঁচ পয়েন্টের চেয়ে বেশি উন্নতি দেখেনি আর কোনো দেশ। তবে সমান উন্নতি দেখেছে ভুটান। বাশার আল-আসাদকে উৎখাত করা সিরিয়ার উন্নতি হয়েছে চার পয়েন্ট।

প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, 'শেখ হাসিনার দেড় দশকের তীব্র দমন-নিপীড়নের পর হঠাৎ করেই শুরু হওয়া রাজনৈতিক সংস্কার বেশ কঠিন কাজ হবে। ২০২৪ সালে ভালো করা অন্যান্য দেশের মতো বাংলাদেশে পরিবর্তন নির্বাচনের কারণে আসেনি, এসেছে গণবিক্ষোভের ফলে।'

'হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের ফলে অন্যান্য রাজনৈতিক দল, গণমাধ্যম, শ্রমিক ইউনিয়ন, বিচারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের ওপর দীর্ঘদিনের রাষ্ট্রীয় চাপ হ্রাস পায়। যে কারণে এ বছরের স্কোরে ভুটানের পাশাপাশি সবচেয়ে বেশি উন্নতি দেখেছে বাংলাদেশ।'

সূচকে সব দেশকে তিনটি বিভাগে ভাগ করে ফ্রিডম হাউজ। সেগুলো হলো—স্বাধীন, আংশিক স্বাধীন, পরাধীন।

সূচকে সবচেয়ে বেশি উন্নতি দেখলেও বাংলাদেশকে এখনো 'আংশিক স্বাধীন' দেশের বিভাগেই রেখেছে গবেষণা সংস্থাটি।

এ বছরের স্বাধীনতা সূচকে দুটি দেশ—সেনেগাল ও ভুটান নতুন করে 'স্বাধীন' বিভাগে যুক্ত হয়েছে।

সূচকে সবচেয়ে বেশি উন্নতি দেখা চার দেশের মধ্যে তিনটিই দক্ষিণ এশিয়ার। বাংলাদেশ ও ভুটানের পর অপর দেশটি হচ্ছে শ্রীলঙ্কা।

২০২৪ সালে স্বাধীনতা সূচকে সবচেয়ে বেশি অবনমন দেখা চার দেশ হচ্ছে—এল সালভাদর, হাইতি, কুয়েত ও তিউনিসিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়