শিরোনাম
◈ চিরতরে ইন্টারনেট শাটডাউন বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব ◈ পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা ◈ ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের তৃতীয় দিনের মতো বিক্ষোভ (ভিডিও) ◈ ভোটারকে ঘুষি মারার দায়ে ব্রিটিশ এমপির কারাদণ্ড (ভিডিও) ◈ ২০০৭ সালে চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ ◈ চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে আ.লীগ কর্মীদের তোপের মুখে ওয়াশিংটন দূতাবাস কর্মকর্তা ◈ ডিসেম্বরে নির্বাচন ঘিরে সরব রাজনৈতিক  ◈ ধর্ষণের শিকার দাবি করা সেই শিক্ষার্থীর বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের ৩৪০ ডট বল ◈ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লির ১৬৮ বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিলো ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার

দিল্লির ১৬৮ বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিলো ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মুসলিম মিররের খবরে একথা জানানো হয়।

এতে বলা হয়, প্রসিদ্ধ দিল্লি সার্ভিস লেনে অবস্থিত মিরাঠের ১৬৮ বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্য নাথের সরকার। র‍্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের জন্য মসজিদটি ভাঙা হয়েছে বলে জানানো হয়।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাতে মসজিদটি ভাঙার পূর্বে ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্য নাথের প্রশাসন। পরবর্তীতে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে দাবী করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মসজিদের মুতাওয়াল্লি হাজ্বি সালেহীন জানান, যদিও এবিষয়ে প্রশাসনের সাথে ২০ ফেব্রুয়ারি আমাদের আলোচনা হয়েছিলো কিন্তু অতি প্রাচীন ও ঐতিহাসিক হওয়ায় আমরা এতে পুরোপুরি সম্মত ছিলাম না। উপায়ন্তর না দেখে নতুন জায়গায় নতুন মসজিদ বানিয়ে দেওয়ার শর্তে পরবর্তীতে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই। আমাদের কাছে এখনো এই মসজিদ ও জায়গার মালিকানার নথি রয়েছে, যেখানে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে এটি ১৮৫৭ সনের পূর্বেকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়