শিরোনাম
◈ সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা ◈ বিতর্কিত নির্বাচন: সাবেক ২২ ডিসি বাধ্যতামূলক অবসরে ◈ সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ ◈ অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী: একুশে পদক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ◈ একুশে ফেব্রুয়ারিতে  শহিদ মিনার কেন্দ্রিক কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার ◈ মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ২ অস্ত্রধারী নিহত, যা জানালো সেনাবাহিনী ◈ ভারতে ৪০৮ আরোহী নিয়ে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ ◈ একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ◈ তারাবীর নামাজ নিয়ে যে নির্দেশনা দিল সৌদি আরব ◈ যেসব আওয়ামী লীগ নেতারা ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ আছে!

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২১ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক বিবৃতিতে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারি দেশটির নিরাপত্তা বাহিনী অভিযানে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২২ হাজার ৬৩৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ১০ হাজার ৮২২ জন অবৈধ প্রবাসীকে ইতিমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৭৯৯, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৫ হাজার ৫৯৪ এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ২৭০ জন রয়েছেন। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ২ হাজার ১৩৩ জন।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন। এ ছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ১৮৪ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে বর্তমানে ৩৮ হাজার ৭৭৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। তাদের মধ্যে ৩৪ হাজার ৭০৮ জন পুরুষ ও ৪ হাজার ৬৯ জন নারী। এ প্রবাসীদের প্রত্যাবাসন অথবা পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ২৯ হাজার ৫১০ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ ক‚টনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও ৩ হাজার ৬৭৮ জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়