পশ্চিম মালিতে অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণের খনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদক এই দেশে নিয়মিত মারাত্মক ভূমিধস এবং দুর্ঘটনার ঘটে। কর্তৃপক্ষ দেশের মূল্যবান ধাতুর অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ করতে সংগ্রাম করছে।
দেশটির পুলিশের একটি সূত্র জানিয়েছে, খনি ধসের পর 48 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে যান। এদের মধ্যে একজন নারীও ছিলেন। একজন স্থানীয় কর্মকর্তা গুহা-ইন নিশ্চিত করেছেন, যখন কেনিবা স্বর্ণ খনির সমিতিও ৪৮ জন নিহতের খবর দিয়েছে। একটি পরিবেশবাদী সংস্থার প্রধান এএফপিকে বলেছেন, ক্ষতিগ্রস্তদের সন্ধান অব্যাহত রয়েছে।
শনিবারের দুর্ঘটনাটি একটি পরিত্যক্ত স্থানে ঘটেছে, জায়গাটি ইতোপূর্বে চীনা একটি কোম্পানি পরিচালনা করতো। এর আগে গত জানুয়ারি মাসে দক্ষিণ মালিতে একটি স্বর্ণের খনিতে ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত হন। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ হন, যাদের বেশিরভাগই ছিলেন নারী। সূত্র : ভয়েস অব আমেরিকা
আপনার মতামত লিখুন :