ইলন মাস্ক গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। সঙ্গে ছিলেন তার সঙ্গী শিভন জিলিস ও তাদের যমজ সন্তান অ্যাজুর ও স্ট্রাইডার। মাস্কের প্রাক্তন স্ত্রী সঙ্গীতশিল্পী গ্রাইমসের পুত্র এক্স-ও সেখানে উপস্থিত ছিলেন।
বৈঠকটি অনুষ্ঠিত হয় ব্লেয়ার হাউসে, যেখানে মাস্ক ও মোদি প্রযুক্তি, উদ্ভাবন এবং মহাকাশ অনুসন্ধান-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
শিভন জিলিস (৩৯) কানাডার বাসিন্দা এবং ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন বলে জানা যায়। তার মা শারদা ভারতীয় আর তার বাবা রিচার্ড জিলিস কানাডিয়ান।
তিনি ইলন মাস্কের ব্রেইন-চিপ স্টার্টআপ নিউরালিংকের পরিচালনা ও বিশেষ প্রকল্প বিভাগের পরিচালক হিসেবে কর্মরত। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত টেসলায় প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেছেন শিভভন। ওপেনএআই-এর স্যাম অল্টম্যানের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্লুমবার্গ বিটার বিনিয়োগ দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিনিয়োগে ভূমিকা রাখেন তিনি।
২০১৫ সালে জিলিস ফোর্বসের 'থার্টি আন্ডার থার্টি' তালিকায় স্থান পান। লিংকডইনের 'থার্টি ফাইভ আন্ডার থার্টি ফাইভ' তালিকাতেও তার নাম উঠে আসে।
মাস্ক ও জিলিস কখনও যদিও তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেননি, তবে বিভিন্ন প্রতিবেদনে তাদের ঘনিষ্ঠতার কথা উঠে এসেছে। ২০২১ সালে তিনি মাস্কের যমজ সন্তান অ্যাজুর ও স্ট্রাইডারের জন্ম দেন।
ওই বছরই মাস্কের সঙ্গে গ্রাইমসের দ্বিতীয় সন্তান হয়। ২০২৪ সালে মাস্ক ও জিলিস তৃতীয় সন্তানকে স্বাগত জানান।
জানা গেছে, জিলিস এখন মাস্কের টেক্সাস কম্পাউন্ডে বাস করছেন। সেখানে মাস্ক তার ১১ সন্তানের জন্য বিশেষ আবাসন তৈরি করেছেন।
জিলিস সাধারণত সংবাদমাধ্যম থেকে দূরে থাকেন। তবে সম্প্রতি তাকে মাস্কের সঙ্গে প্রকাশ্যে দেখা গেছে। ২০২৪ সালের নভেম্বরে তিনি মার-এ-লাগো এস্টেটে ডোনাল্ড ট্রাম্পের এক অনুষ্ঠানে মাস্কের সঙ্গে ছিলেন।
আপনার মতামত লিখুন :