শিরোনাম
◈ পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় বাংলাদেশ ◈ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন ◈ এবার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে জামাত যে বিবৃতি দিলেন ◈ ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই ◈ আছিয়ার মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, দ্রুত বিচারের আশ্বাস ◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খানের চিঠি পেলেও যে কারনে পড়বেন না পাকিস্তানের সেনাপ্রধান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কোনো চিঠি গ্রহণ করেননি বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল অসিম মুনির। সেনাপ্রধান বলেছেন, চিঠি পেলেও সেটি পড়বেন না তিনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলার সময় কারাবন্দি ইমরান খানের খোলা চিঠির প্রসঙ্গ এলে সেনাপ্রধান ওই সব বলেন।

সেনাপ্রধান বলেন, যদি এই ধরনের কোনো চিঠি পান তবে তিনি তা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।

দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত কয়েক ডজন মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। এ সময়ের মধ্যে সেনাপ্রধানের উদ্দেশে তৃতীয়বার খোলা চিঠি লেখার একদিন পর জেনারেল মুনির এ মন্তব্য করেন ।

তৃতীয় চিঠিতে কারাবন্দি ইমরান খান নির্বাচনী কারচুপির অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেছেন, কারচুপি করা ভোটের মাধ্যমে অর্থ পাচারকারীদের ক্ষমতায় আনা হয়েছে।

তার আইনজীবী ফয়সাল চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, সেনাপ্রধানকে লেখা তার চিঠিতে পিটিআই প্রতিষ্ঠাতা নির্বাচনী জালিয়াতির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠদের চেয়ে সংখ্যালঘুদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি উত্থাপন করেছেন।

চিঠির প্রসঙ্গ শেষে জেনারেল মুনির দেশের স্থিতিশীলতা রক্ষার প্রতি ইঙ্গিত করে বলেন, দেশ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে এবং পাকিস্তান উন্নয়নের পথে রয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যেতে হবে।

এদিকে ইমরানের মুক্তির বিষয়ে মার্কিন চাপ নিয়ে গুঞ্জন চলছে। তবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক যে কোনো ব্যক্তি, দল বা ঘটনায় সীমাবদ্ধ নয়। এটি রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালিত হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সাম্প্রতিক মার্কিন সফরের পর আসিফ এমন মন্তব্য করেছেন। সফরে তিনি ট্রাম্পের পররাষ্ট্র নীতি দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং অন্যান্য আইনপ্রণেতাদের সাথে সাক্ষাৎ করেন। নাকভি এই বৈঠকগুলোর ইতিবাচক ফলাফল বয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ বৈঠক দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের গুরুত্বকে প্রতিনিধিত্ব করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়