শিরোনাম
◈ ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া তল্লাশি ও আলামত জব্দের ক্ষমতা পেলেন তদন্ত কর্মকর্তা ◈ ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে কী কথা হতে পারে? ◈ ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য ◈ তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি: উপদেষ্টা মাহফুজ ◈ ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক, ভিডিও ভাইরাল ◈ সুন্দরবনে ক্যামেরার সামনে বনকর্মীকে কামড়ে নিয়ে গেল বাঘ, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ১৭ এপ্রিল ◈ আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি: প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ, ‘শ্রমিক ভাড়া’ আবার চালু ◈ বাংলাদেশে শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় গেলে হুমকিতে পড়বে ভারত: শশী থারুর ◈ বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না: আলী রিয়াজ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে ক্যামেরার সামনে বনকর্মীকে কামড়ে নিয়ে গেল বাঘ, এরপর যা ঘটল (ভিডিও)

বনকর্মীকে কামড়ে নিয়ে যাচ্ছে বাঘ, ছবি: এনডিটিভি

সুন্দরবনের টাইগার রিজার্ভ এলাকায় এক বনকর্মী বাঘের হামলার শিকার হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গে এ ঘটনা ঘটে। এ সময় বনকর্মীদের ক্যামেরা চালু ছিল। খবর এনডিটিভি 

এতে দেখা যায়, বনকর্মীরা একটি বড় বিড়াল ধরার জন্য তার পেছনে ছুটতে ছুটতে আজমালমারি এলাকায় চলে যায়। এ সময় একটি বাঘ সেখানে আসে। 

ভিডিওতে আরও দেখা যায়, বনকর্মীরা সংখ্যায় ৮ থেকে ১০ জন ছিল। তাদের অধিকাংশ কালো টি-শার্ট পরিহিত অবস্থায় ছিল। এ সময় হঠাৎ করে বিড়ালটি তাদের দিকে আসার পরই চিৎকার শোনা যায়। ওই সময়ে বাঘটি বনকর্মীদের একজনের ওপর হামলে পড়ে। 

এ সময় অন্যারা বাঘটিকে পিটিয়ে তাদের সহকর্মীকে ছিনিয়ে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে বাঘটি বনকর্মীকে ছেড়ে বনের গহীনে পালিয়ে যায়। 

বাঘের হামলায় আহত বনকর্মীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিভিশনার ফরেস্ট অফিসার (ডিএফও) নিশা গোশ্বামী বলেন, স্থানীয় হাসপাতালে নেয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে কলকাতা হাসপাতালে পাঠিয়ে দেন। 

তিনি আরও বলেন, ওই বনকর্মীর শরীরে বাঘের কামড়ের একাধিক চিহ্ন দেখা গেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

সূত্র: চ্যানেল 24, রাইজিংবিডি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়