মার্কিন যুক্তরাষ্ট্রের গাজা দখলের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের গাজায় ফিরে যাওয়ার কোনো অধিকার থাকবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরা’র।
ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার (গাজায়) অধিকার আছে কি না জানতে চাইলে ফক্স নিউজ চ্যানেলের ব্রেট বেয়ারকে ট্রাম্প বলেন, ‘না, নেই। কারণ তাদের আরও ভালো আবাসন হবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, অন্যভাবে বললে, আমি তাদের (গাজাবাসী) জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করার কথা বলছি।
এর আগে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার (৯ ফেব্রুয়ারি) নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেন।
গাজা উপত্যকা ‘কিনে নিয়ে’ এর মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
গাজাকে একটি ‘বড় রিয়েল এস্টেট সাইট’ হিসেবে বিবেচনা করা উচিত উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও এর পুনর্নির্মাণের দায়িত্ব দেয়া যেতে পারে।’
নিউ অরলিন্সের সুপার বোলে যোগদানের পথে ট্রাম্প বলেন, ‘এটি (গাজা) পুনর্নির্মাণের ক্ষেত্রে কিছু অংশ নির্মাণের জন্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও দায়িত্ব দিতে পারি। আমাদের পৃষ্ঠপোষকতায় অন্যরাও এটি করতে পারে।’
আপনার মতামত লিখুন :