শিরোনাম
◈ পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় বাংলাদেশ ◈ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন ◈ এবার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে জামাত যে বিবৃতি দিলেন ◈ ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই ◈ আছিয়ার মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, দ্রুত বিচারের আশ্বাস ◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২২ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ‘পর্নোগ্রাফি শুট’ করতে গিয়ে বাংলাদেশি তরুণী আটক

বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে প্রবেশ করে হোটেলে পর্নোগ্রাফি শুট করার অভিযোগে বাংলাদেশি এক তরুণীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে এই তিন জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২২ বছর বয়সী বাংলাদেশি তরুণী মীন আখতার এবং স্থানীয় দুই যুবক শফিকুল ও জাহাঙ্গীর রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল থেকে এই তিন জনকে গ্রেফতার করা হয়। শফিকুল ও জাহাঙ্গীর আসামের বাসিন্দা। তবে মীন আখতার বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, হোটেলে অশ্লীল ভিডিও তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় পুলিশ আরও তদন্ত চালাচ্ছে এবং ধৃতদের হেফাজতে রেখেছে।

মীনের কাছে ভারতে প্রবেশের কোনও বৈধ ভিসা বা পাসপোর্ট নেই। পুলিশের ধারণা, তিনি অবৈধ কাগজপত্র দেখিয়ে আসামে প্রবেশ করেন। এরপর শফিকুল ও জাহাঙ্গীরের সঙ্গে গুয়াহাটির একটি হোটেলে পর্নোগ্রাফির শুটিং শুরু করেন।

পুলিশ জানিয়েছে, মীন কীভাবে ও কেন ভারতে এসেছেন তা এখনও স্পষ্ট নয়। আটককৃতদের জেরা করে এই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া তাদের সঙ্গে কোনও সন্ত্রাসী বা জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়