শিরোনাম
◈ আগরতলায় কাল থেকে আবারও ভিসা কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ◈ ছাড়া পেল উত্তরায় চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া ৩ ছাত্র ◈ আমার দল চিটাগং কিংসের টাকার গরম নেই: অধিনায়ক মিঠুন ◈ বিয়ের পর যে কারণে দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় গৃহবন্দি ছিলেন চিত্রনায়িকা পপি ◈ ‘আমরা বাড়ী বিক্রি করে খেলা চালাই আর অন্যরা চালায় ফিক্সিং করে’ (ভিডিও) ◈ বাল্যবিয়ে রোধে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি  ◈ সরকারের প্রত্যক্ষ সমর্থনে রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী: আলী রীয়াজ (ভিডিও) ◈ ১২ কর্মকর্তার ভারত সফরে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত ◈ তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা ◈ আওয়ামী লীগের লিফলেট বিতরণ: আলোচিত শিক্ষক মুকিব মিয়া গ্রেপ্তার

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় অবৈধ অভিবাসীকে বিমানে তুলে যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র

অবৈধ অভিবাসীদের বিষয়ে খুবই কঠোর হচ্ছে মার্কিন প্রশাসন- এমনই মন্তব্য করে অবৈধ অভিবাসীদের সতর্ক করেছেন ভারতে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র। এর মধ্যেই মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) একদল ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা এএনআই-কে ভারতে মার্কিন দূতাবাসের ওই মুখপাত্র বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কঠোরভাবে সীমান্ত নিরাপত্তার বিষয়ে কড়াকড়ি শুরু করছে। অভিবাসন আইন কঠোর হয়েছে এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে। এসব পদক্ষেপ একটি স্পষ্ট বার্তা দেয়, তা হলো- অবৈধ অভিবাসনের ঝুঁকি নেয়া অনর্থক। 

 মার্কিন দূতাবাসের এমন বার্তার মধ্যেই ভাবে অনুপ্রবেশের দায়ে ২০৫ জন ভারতীয়কে নিজ দেশে ফেরত পঠিয়েছে যুক্তরাষ্ট্র। টেক্সাস থেকে সামরিক বিমানে করে তাদের ভারতে নিয়ে যাওয়া হয়। এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে ‘ডিপোর্ট’ করল যুক্তরাষ্ট্র। এরপর আরও বহু ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। 
 
এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। 
 
 প্রসঙ্গত, দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন এবং অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ক’দিন আগেই কলম্বিয়াসহ বেশ কিছু দেশে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। 
 
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ভারতীয় অবৈধ অভিবাসীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর আগে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এরই পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, কোনো ভারতীয় যদি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করে থাকে তাহলে তাদের ফেরত নিতে কোনো আপত্তি নেই ভারতের।
 
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেই অভিবাসন এবং নাগরিকত্ব নিয়ে একের পর এক কঠোর নীতি কার্যকর করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের কার্যকালের প্রথমদিনই একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। 
 
এর জেরে বহু ভারতীয় প্রভাবিত হতে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে, ওয়াশিংটন ডিসি সফরকালে এস জয়শঙ্করকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয় অভিবাসীদের যদি ট্রাম্প প্রশাসন ফেরত পাঠায়, তাহলে কি ভারত তাদের গ্রহণ করবে? 
 
 জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতীয় অভিবাসীদের নিজেদের দেশে ফেরার বিষয়ে সবসময়ই ইতিবাচক মনোভাব রয়েছে ভারত সরকারের। তবে এভাবে সামরিক বিমানে করে ভারতীয়দের ‘ডিপোর্ট’ করার বিষয়টি দিল্লি কোন চোখে দেখবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 
 
অন্যদিকে, আগামী ১৩ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে। তার আগে যুক্তরাষ্ট্র থেকে এভাবে ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। সূত্র: হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়