শিরোনাম
◈ আওয়ামী লীগের লিফলেট বিতরণ বা কোনো কর্মসূচিতে গেলে গ্রেপ্তার: প্রেস উইং ◈ অবৈধভাবে ইতালিযাত্রায় সাগরে ডুবে প্রাণ গেল মাদারীপুরের ১০ জনের ◈ তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান: নাহিদ ইসলাম ◈ কোটায় উত্তীর্ণদের মেডিকেলে ভর্তি কার্যক্রম স্থগিত ◈ ইতালিয়ান নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, ফোন ও অন্যান্য মালামাল উদ্ধারসহ দুই  ছিনতাইকারী গ্রেফতার  ◈ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ বাংলাদেশ বিমান ভেঙে নতুন এয়ারলাইনস তৈরির সুপারিশ ◈ তিতুমীর শিক্ষার্থীদের রেলপথ অবরোধ: বেড়েছে পুলিশের উপস্থিতি, বিজিবি মোতায়েন ◈ দক্ষিণখানে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ করে হত্যা, ২ আসামির স্বীকারোক্তি  ◈ মহাখালী রেলপথ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:১৮ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপার গরু আনতে গিয়ে বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশি

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ওপারে অবৈধভাবে গরু আনতে গিয়ে ৪ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ।  সোমবার ভোরে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের ওপারে ভারতের ১৫৯ বিএসএফ ব্যাটালিয়নের ইটাঘাটা ক্যাম্পের সদস্যরা এই ৪ বাংলাদেশিকে আটক করে। আটককৃকদের স্বজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে সীমান্তে আটকের কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে বিজিবি। আটকরা হলেন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল আলমের ছেলে মো. মুকুল, মোশারফ হোসেনের ছেলে মো. আলিম, ইসাহাক আলীর ছেলে দুরুল হুদা, মতিউর রহমান ওরফে মতি মিয়ার ছেলে মো. বাবু। এরমধ্যে দুজন রোকনপুর ও বাকি দুজন সাগরইল এলাকার বাসিন্দা।

সীমান্তে আটক মুকুলের শ্বশুর আনারুল ইসলাম বলেন, সীমান্তে গরু দিবে বলে ভারতীয়রা ডেকেছিল। সেই গরু আনতে আমার জামাইসহ ৪জন রোববার দিবাগত রাত ৯টার দিকে ভারতে গিয়েছিল। এসময় ভারতের আদমপুর গ্রামের লোকজন তাদের আটক করে। পরে তাদেরকে ইটাঘাটা বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করা হয়। 

রাধারনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, শুনেছি, আমার ইউনিয়নের ৪ বাংলাদেশীকে বিএসএফ আটক করেছে। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। নওগাঁ ১৬ বিজিবি রোকনপুর কোম্পানি কমান্ডার আব্দুল জাব্বার বলেন-ভারতীরা ধরে নিয়ে গেছে এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়