শিরোনাম
◈ দক্ষিণখানে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ করে হত্যা, ২ আসামির স্বীকারোক্তি  ◈ তিতুমীরের শিক্ষার্থীরা মহাখালীতে আটকে দিলেন ট্রেন ◈ থানায় না গিয়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ ‘জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল-অবরোধ করছে আওয়ামী লীগ’ (ভিডিও) ◈ ১১ দাবি নিয়ে এবার মতিঝিলের রাস্তায় শেয়ারবাজারে বিনিয়োগকারীরা  ◈ ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে ৬ ফ্লাইটের সিলেট ও কলকাতায় অবতরণ ◈ রুপির দাম রেকর্ড নিম্নমুখী, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যু.দ্ধের আশঙ্কা ◈ বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ (ভিডিও) ◈ তিতুমীর কলেজের সামনে ফের সড়ক আটকাল শিক্ষার্থীরা ◈ দুর্বার রাজশাহীর মালিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে, পাওনা পরিশোধের আশ্বাস

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৪ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়করে সবচেয়ে বড় ছাড় ঘোষণা, মানুষের হাতে টাকা রাখতে বড় পদক্ষেপ নিল ভারত

ভারত সরকার সম্প্রতি আয়করে সবচেয়ে বড় ছাড় ঘোষণা করেছে। গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় কর সংশোধন। নতুন কর কাঠামোর আওতায়, যাদের বার্ষিক আয় ১২ লাখ ৮০ হাজার রুপি পর্যন্ত, তাদের কর দিতে হবে না। আগে এ সীমা ছিল ৭ লাখ রুপি।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আশা প্রকাশ করে বলেন, এই নতুন কর কাঠামোয় মানুষের হাতে বেশি টাকা রেখে সঞ্চয় ও খরচ দুটোই বাড়াতে সহায়ক হবে।

দেশটিতে বছরে ২৫ লাখ রুপি আয় করলে আগে ৪ লাখ ৫৭ হাজার রুপি কর দিতে হতো, কিন্তু এখন তা কমে ৩ লাখ ৪৩ হাজার রুপি হবে। করছাড়ে বছরে প্রায় ১ লাখ ১৪ হাজার রুপি কম কর দিতে হবে। অর্থাৎ করাদাতার কাছে মাসে প্রায় সাড়ে ৯ হাজার রুপি সঞ্চয় থাকবে।

তবে এই করছাড়ের ফলে সরকারের রাজস্ব আয় কমবে। সরকার ধারণা করছে, প্রতি বছর প্রায় এক ট্রিলিয়ন রুপি রাজস্ব আয় কমে যেতে পারে। কিন্তু এর উদ্দেশ্য হলো মধ্যবিত্তের হাতে বেশি টাকা রেখে খরচ বাড়ানো এবং বাজারে চাঙাভাব সৃষ্টি করা।

ভারতের অর্থসচিব তুহিন কান্তা পান্ডে বলেছেন, সরকারের এই পদক্ষেপ মূলত মানুষের খরচ ও বিনিয়োগ বাড়ানোর জন্য। অনেকেই আশা করছেন, করদাতারা নতুন কর কাঠামো গ্রহণ করবে। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭৫ শতাংশ করদাতা নতুন পদ্ধতিতে রিটার্ন জমা দেবেন। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়