শিরোনাম
◈ ‘জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল-অবরোধ করছে আওয়ামী লীগ’ (ভিডিও) ◈ ১১ দাবি নিয়ে এবার মতিঝিলের রাস্তায় শেয়ারবাজারে বিনিয়োগকারীরা  ◈ ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে ৬ ফ্লাইটের সিলেট ও কলকাতায় অবতরণ ◈ রুপির দাম রেকর্ড নিম্নমুখী, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যু.দ্ধের আশঙ্কা ◈ বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ (ভিডিও) ◈ তিতুমীর কলেজের সামনে ফের সড়ক আটকাল শিক্ষার্থীরা ◈ দুর্বার রাজশাহীর মালিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে, পাওনা পরিশোধের আশ্বাস ◈ ‌‘ আন্দোলন করার লোক কোথায়? আপনার দলের নেতাকর্মীরা তো এখন পলাতক’ ◈ ‘শেখ-এর বেটি আসবেই’ এবার ভেসে উঠল পার্কের ডিজিটাল স্ক্রিনে  ◈ আয়করে সবচেয়ে বড় ছাড় ঘোষণা, মানুষের হাতে টাকা রাখতে বড় পদক্ষেপ নিল ভারত

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪২ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএসএআইডি ‘উগ্র উন্মাদদের’ দিয়ে পরিচালিত হচ্ছিল : ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সহায়তা সংস্থা ইউএসএআইডি (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) 'উগ্র উন্মাদদের' দিয়ে পরিচালিত হয়ে আসছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার সংস্থাটির শীর্ষ দুই নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো একদিন পর, স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, "এটি (ইউএসএআইডি) একদল উগ্র উন্মাদ দ্বারা পরিচালিত হয়ে আসছিল এবং আমরা তাদের বের করে দিচ্ছি ... পরে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।"

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিতের ঘোষণার পর থেকে ইউএসএআইডির ওয়েবসাইট খুঁজে পাওয়া যাচ্ছে না। 

সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইউএসএআইডির ওয়েবসাইটটি বর্তমানে ডাউন রয়েছে। এমনকি, সংস্থাটির বেশকিছু কর্মকর্তা তাদের অফিশিয়াল ইমেইলেও প্রবেশ করতে পারছেন না। এই কর্মকর্তাদের মধ্যে অনেককে আবার ছুটিতে পাঠানো হয়েছে। এবং ধারণা করা হচ্ছে, ইউএসএআইডি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অধীনে চলে যাবে।

ইউএসএআইডি হলো যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি স্বাধীন সহায়তা সংস্থা। বিশ্বব্যাপী এই সংস্থার প্রায় ১০,০০০ কর্মী রয়েছেন। সংস্থাটি বিদেশে বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অর্থায়ন ও পরিচালনা করে থাকে।

তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, এই সংস্থার কার্যক্রমের মাধ্যমে মার্কিন সরকারের অর্থের অপচয় হচ্ছে। ফলে ক্ষমতাগ্রহণের পরপরই তিনি ইউএসএআইডি-সহ বিদেশে সব ধরনের মার্কিন সহায়তা স্থগিতের নির্দেশ দিয়েছেন।

এদিকে, হঠাৎ ইউএসএআইডির ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এমনকি, সংস্থাটির ভবিষ্যৎ নিয়েও কোনো পরিকল্পনার কথা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, শনিবার ইউএসএআইডির শীর্ষ দুইজন নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ধনকুবের ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভার্মেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) বিভাগের কর্মকর্তারা ইউএসএআইডির গোপনীয় তথ্যসহ এজেন্সির অন্যান্য সিস্টেমে তাদের অ্যাক্সেস চেয়েছিলেন। কিন্তু কর্মকর্তারা তা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে ছুটিতে পাঠানো হয়। সংবাদমাধ্যম সিএনএন সর্বপ্রথম এ খবর জানায়। 

এছাড়া, ইউএসএআইডির আরও ডজনখানেক কর্মকর্তাকে গত সপ্তাহ থেকে ছুটিতে রাখা হয়েছে বলে জানা গেছে। তাদের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এজেন্সির জন্য ট্রাম্প যে নির্দেশনা দিয়েছেন, তা ব্যর্থ করার চেষ্টা করেছিলেন তারা।

ট্রাম্প ও মাস্ক উভয়ই মনে করেন ইউএসএআইডির মাধ্যমে মার্কিন সরকারের অর্থের অপচয় হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-র এক পোস্টে ইলন মাস্ক ইউএসএআইডি-কে 'অপরাধমূলক সংস্থা' হিসেবে অভিহিত করেছেন। 

তিনি লিখেছেন, 'এটি (ইউএসএআইডি) বন্ধ করার সময় এখনই।'

উল্লেখ্য, সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর বিদেশে প্রায় সব ধরনের সহায়তা স্থগিত এবং নতুন সহায়তা প্রদান বন্ধ করেছে। এ সংক্রান্ত একটি অভ্যন্তরীণ মেমো কর্মকর্তাদের এবং বিদেশে অবস্থানরত মার্কিন দূতাবাসগুলোতেও পাঠানো হয়। মেমোটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর জারি করা হয়। 

ওই আদেশে বলা হয়েছে, ট্রাম্পের  প্রশাসনের বৈদেশিক নীতির কার্যকারিতা ও সামঞ্জস্য পর্যালোচনা না হওয়া পর্যন্ত আগামী ৯০ দিনের জন্য (তিন মাস) সব ধরনের বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত থাকবে। যদিও এ আদেশের পরিসর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউএসএআইডি এতদিন যুক্তরাষ্ট্রের অর্থায়নের ওপর নির্ভরশীল ছিল। ট্রাম্পের সহায়তা স্থগিতের আদেশের পর এর নেতিবাচক প্রভাব ইতোমধ্যেই বিভিন্ন খাতে পড়তে শুরু করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়