শিরোনাম
◈ রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল ◈ বিএনপি ভোটের জরিপে এগিয়ে, জামায়াত ৩২ ভাগ  ◈ ইটভাটায় হয়রানি বন্ধ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের হুশিয়ারী ◈ বানিয়াচংয়ে শিশুকে ‘ধর্ষণ’, খবর শুনে বাবার মৃত্যু ◈ সৌদি আরবে অসুস্থ না হয়েও ‘সিক লিভ’ নিলে জেল-জরিমানা ◈ গত ২৪ ঘন্টায় রাজধানীতে ছিনতাইকারীসহ গ্রেফতার ২০৬ ও মামলা ৫৩ ◈ কাগজই কেনা ১০২ কোটি টাকার মতো, সেখানে ৪০০ কোটি টাকার বাণিজ্য কীভাবে হবে: এনসিটিবি চেয়ারম্যান ◈ সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহারের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের অবস্থান ◈ কেনো এনসিপি নিয়ে অস্বস্তিতে বিএনপি? যা বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা (ভিডিও)

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৫৮ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার তারিখ নিয়ে যা জানা গেল

পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের দিনক্ষণ ঘোষণা করেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। এক মাস আগেই রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে দেশটির ‘মুসলিম প্রশাসন’। 

কাজাখস্তানের সংবাদমাধ্যম কাজিইনফরম ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। আগামী ১ মার্চ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হবে। অপরদিকে ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। সেই সঙ্গে ২৬ রমজানের রাতে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর পালিত হবে যা ২৬ মার্চ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয়ে ২৭ মার্চ ভোর পর্যন্ত বহাল থাকবে।

প্রতিবেদনে আরও জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী ‘মুসলিম প্রশাসন’ রমজান ও ঈদের তারিখ ঘোষণা করেছে।তারা জানিয়েছে, কাজাখস্তানে আগামী ৬, ৭ ও ৮ জুন তিন দিনব্যাপী ঈদুল আজহা এবং কুরবান উদযাপিত হবে। ফতোয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে এই ধর্মীয় উৎসবগুলো উল্লেখিত তারিখের একদিন আগে বা পরে পালিত হতে পারে।

আগে জানানো হয়েছিল যে, মুসলিম কাউন্সিল অব এল্ডার্স রাজধানী আস্তানায় ৭ থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। বিশ্ব ও ঐতিহ্যবাহী ধর্মীয় নেতাদের কংগ্রেসের সাধারণ সচিবালয়ের ২২তম অধিবেশনে অংশ নিয়েছিল। এই অধিবেশনে বিশ্বের ২০টি দেশের প্রায় ৩০ জন ধর্মীয় নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরা অংশগ্রহণ করেন। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়