শিরোনাম
◈ কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার ◈ যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন: আইএসপিআর ◈ সুইজারল্যান্ডের সহযোগিতা বন্ধ: এতে বাংলাদেশে কী প্রভাব পড়বে? ◈ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করলো ইসলামিক ফাউন্ডেশন ◈ খালেদা জিয়া অনেকটাই সুস্থ, হোম ভিজিট সিস্টেমে চলছে চিকিৎসা ◈ ওয়াশিংটনের রেশ না কাটতেই ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে ◈ আওয়ামী লীগের কর্মসূচির প্রথম দিন: ঢাকায় লিফলেট বিতরণ ◈ ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে একসঙ্গে ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫ ◈ প্রেসসচিব শফিকুল আলম আলোচিত সেই মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন ◈ দেশত্যাগে নিষেধাজ্ঞা এনামুল হক বিজয়ের

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইডেনে পবিত্র কুরআন অবমাননাকারী ব্যক্তি গাজা যুদ্ধে ইসরাইলের পক্ষ নেন

পার্সটুডে- সুইডেনে পবিত্র কুরআন অবমাননাকারী সালওয়ান মোমিকা গুলিতে নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী সালওয়ান মোমিকা গুলিতে নিহত হয়েছে।

কুরআন অবমাননাকারী সালওয়ান মোমিকা গাজা যুদ্ধের শুরুতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন ঘোষণা করেছিল। এর মধ্যদিয়ে পবিত্র কুরআন অবমাননার পেছনের কারিগর ও উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। মোমিকাকে ইসরাইলি পতাকা হাতেও দেখা গেছে। 

ইরাকি বংশোদ্ভূত এই সুইডিশ ২০২৩ সালে কয়েক বার পবিত্র কুরআন অবমাননা করে। সুইডেনের পুলিশের সহযোগিতায় কয়েক বার পবিত্র কুরআনে আগুন দেয় এই ধর্মবিদ্বেষী ব্যক্তি।  

সুইডেনের সংবাদ সূত্রগুলো বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি লাইভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সোডার্টালজে শহরের একটি অ্যাপার্টমেন্টে মোমিকা নিহত হয়। এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

স্টকহোমে বসবাসকারী ইরাকি-সুইডিশ নাগরিক মোমিকা সুইডিশ পুলিশের সহায়তায় কুরআন পোড়ানোর পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল।

অনেক দেশ প্রতিবাদ হিসেবে সুইডিশ কূটনীতিকদের ডেকে পাঠায় এবং তাদের কাছে প্রতিবাদ জানায়। সুইডিশ সরকার কুরআন অবমাননার নিন্দা জানালেও অপরাধী ব্যক্তিকে সর্বাত্মক নিরাপত্তা সহায়তা দিয়েছে। কুরআন পোড়ানোর সময়ও তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছিল সুইডিশ পুলিশ। এর মাধ্যমে কুরআন অবমাননার কাজে সুইডেন সরকারও নিজেকে জড়িয়ে ফেলেছিল।  

২০২৩ সালে মোমিকা স্টকহোমের একটি মসজিদের বাইরে এবং ইরাকি দূতাবাসের বাইরে পবিত্র কুরআনে আগুন দিলে তা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়; মুসলমানদের হৃদয় ভেঙে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়