শিরোনাম
◈ নাতি-নাতনি বাদ, ঢাবিতে কোটা থাকছে শুধু মুক্তিযোদ্ধা সন্তানদের ◈ প্রথমে গোল হজম করে চেলসিকে ৩ গোল দিলো  ম্যানচেস্টার সিটি ◈ সালাহর শততম গোল, ইংলিশ লিগে জয় পেলো লিভারপুল, আর্সেনাল ও নিউক্যাসল ◈ সুইডেন আসলামের দাবি তিনি সন্ত্রাসী নন (ভিডিও) ◈ সরকার ও ছাত্রদের সঙ্গে যেসব ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপির ◈ এমবাপ্পের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রাখে রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশের জার্সিতে মার্চ মাসে মাঠে নামবেন লেস্টার সিটির হামজা চৌধুরী ◈ মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই ◈ বিপিএলে স্টেডিয়াম ও আশপাশ থেকে ১৪৫০ কেজি ময়লা-আবর্জনা সংগ্রহ ◈ টিউলিপকে এমপি পদ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেছে বিরোধীরা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৪:২৯ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ৫৩৮ অভিবাসী গ্রেপ্তার, ফেরত পাঠানো শুরু

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে।দেশে ফেরত পাঠানেনা হয়েছে অনেককে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিত জানিয়েছেন, গত তিন দিনে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয়েছে শত শত অবৈধ অভিবাসীকে। 

গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একটি সন্ত্রাসী চক্রও রয়েছে। তারা শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের সঙ্গে জড়িত। এ ছাড়া ট্রাস্প প্রশাসন অনেক অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে করে ফেরত পাঠিয়েছে। যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রক্ষা করা হচ্ছে। 

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি অঙ্গীকার করেছেন, লাখ লাখ ‘ক্রিমিনাল অ্যালিয়েন’ বা বহির্দেশীয় অপরাধীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন।

ওভাল অফিসে বসে প্রথমদিনেই ট্রাম্প প্রতিবেশী কানাডা ও মেক্সিকো থেকে বিপুল সংখ্যক মানুষ আসা ঠেকাতে চড়া হারে শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন। পয়লা ফেব্রুয়ারির মধ্যে এই শুল্ক বসানো হতে পারে, যার হার ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে সোমবার মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থার ঘোষণা দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে সেনা মোতায়েনও করেছেন ডোনাল্ড ট্রাম্প।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়