শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ১২:১৫ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যর্থতার দায়ে পদত্যাগ করলেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা প্রতিরোধে ‘ব্যর্থতার’ দায়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান বা চিফ অব দ্য জেনারেল স্টাফ হারজি হালেভি। সোমবার (২০ জানুয়ারি) তিনি পদত্যাগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানায়,  হারজি হালেভি মার্চ মাসে তার পদ থেকে সরে যাবেন। হারজি হালেভি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী ৬ মার্চ থেকে তা কার্যকর হবে।

আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাতে সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিজের ‘ব্যর্থতার’ দায় নিয়ে সোমবার (২০ জানুয়ারি) পদত্যাগ করেছেন।

সেনাবাহিনীর প্রকাশিত হালেভির পদত্যাগপত্র সূত্রে জানা যায়, ‘৭ অক্টোবরের (সেনাবাহিনীর) ব্যর্থতার জন্য দায় স্বীকার করে নিয়ে’ তিনি পদত্যাগ করছেন। সেনাবাহিনীর ‘উল্লেখযোগ্য সাফল্যের’ সময়ে তিনি চলে যাচ্ছেন, যদিও যুদ্ধে ইসরায়েলের ‘সব’ লক্ষ্য অর্জিত হয়নি। বর্তমান পরিস্থিতিকে তিনি সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সাফল্যের সময় উল্লেখ করে পদত্যাগের কথা জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে সশস্ত্র ব্যক্তিরা ইসরায়েল সীমান্ত এলাকায় হামলা চালিয়ে ১ হাজার ২০০ সেনা ও বেসামরিক মানুষ হত্যা এবং ২৫০ জনকে বন্দি করে। এরপর থেকেই গাজায় ব্যাপক সামরিক হামলা শুরু করে ইসরায়েল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়