শিরোনাম

প্রকাশিত : ০৪ মে, ২০২২, ১১:০৫ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২২, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়াবহ দাবদাহে ভারতের মহারাষ্ট্রে ২৫ জনের মৃত্যু

রাশিদুল ইসলাম : [২] ভারতের মহারাষ্ট্রে এ বছর প্রচণ্ড দাবদাহের কারণে অন্তত ২৫ জন মারা গেছে যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এতথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। শেষবার ২০১৬ সালে মহারাষ্ট্রে হিটস্ট্রোকের কারণে ১৯ জন মারা গিয়েছিল। পারসটুডে

[৩] এদিকে, গরম থেকে রেহাই পাওয়ার এখনও কোনো আশা দেখছে না দেশটির আবহাওয়া অধিদপ্তর। উত্তর-পশ্চিম ভারতের কিছু রাজ্য বৃষ্টির কারণে দাবদাহ থেকে কিছুটা রক্ষা পেলেও রাজস্থানের অবস্থা এখনও কঠিন। সেখানে প্রবল দাবদাহ অব্যাহত রয়েছে।

[৪] ভারতীয় গণমাধ্যম বলছে, তাপপ্রবাহে পুড়ছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলো। যার মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান অন্যতম। মার্চ মাস থেকে মহারাষ্ট্রের একাধিক জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। সেই তাপপ্রবাহের দাপট এখনো চলছে। সেখানে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। 

[৫] ভারতে স্বাভাবিকভাবেই এপ্রিলের তুলনায় মে মাসে গরম পড়ে বেশি। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে দেশটির আবহাওয়া বিভাগ পূর্বাবাস দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়