শিরোনাম
◈ ব্যাংক না দিলেও খোলাবাজারে চড়া দামে নতুন টাকা ◈ নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়ায় দুরবস্থায় শিল্পকারখানা ◈ দ্রুত নির্বাচন করা, সাথে সংস্কারটা যত দ্রুত করা যায় সে কথাই বলেছি: মির্জা ফখরুল  ◈ সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিন ছুটি ঘোষণা ◈ বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে পাশে থাকবে জাতিসংঘ: আন্তোনিও গুতেরেস ◈ পাকিস্তান থেকে এল ২৬ হাজার টন চাল ◈ আস্থাহীনতায় রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে! ◈ রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ◈ ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী উপজেলা গুলোতে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! ◈ রোববার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞাপন ঘিরে ব্যাপক বিতর্কের মুখে পাকিস্তানি এয়ারলাইন্স!

একটি বিজ্ঞাপন ঘিরে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে পাকিস্তানের পতাকাবাহী এয়ারলাইন্স পিআইএ। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, আইফেল টাওয়ারের দিকে উড়োজাহাজ ছুটে যাচ্ছে। আর এমন চিত্র ঘিরেই সমালোচনার ঝড় বইছে। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ফ্রান্সের রাজধানীতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট ফের চালু হচ্ছে। এটি প্রচারের উদ্দেশ্যে দেওয়া বিজ্ঞাপনটির ক্যাপশনে লেখা ছিল- ‘প্যারিস, আজ আমরা আসছি।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেককে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হওয়া সন্ত্রাসী হামলার কথা মনে করিয়ে দিচ্ছে। 

এক ব্যবহারকারী লিখেছেন, এটা কি কোনো বিজ্ঞাপন নাকি হুমকি?। ক্ষুদ্ধ আরেক ব্যবহারকারী পিআইএ-র উদ্দেশ্যে লিখেছে, তোমাদের মার্কেটিং ম্যানেজারকে বরখাস্ত করো।

বিবিসি বলছে, বেশ কয়েকদিন আগে এক্সে প্রকাশের পর এখন পর্যন্ত বিজ্ঞাপন চিত্রটি দুই কোটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে। আর এনিয়ে চলছে তুমুল সমালোচনা।

তবে ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া দেশটির উপপ্রধানমন্ত্রী ইশহাক দার নিজেও বিজ্ঞাপন চিত্রটির কড়া সমালোচনা করেছেন।  

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় সন্ত্রাসীরা যাত্রীবাহী বিমান ছিনতাই করে তা দিয়ে ওয়াশিংটন ডিসির পেন্টাগন ও নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয়েছে ৩ হাজার মানুষ। 

ওই হামলার তথাকথিত মাস্টারমাইন্ড বা মূল পরিকল্পক খ্যাত খালিদ শেখ মোহাম্মদ ২০০৩ সালে পাকিস্তানে গ্রেপ্তার হন। যে উগ্রপন্থি নেটওয়ার্ক এই হামলার পরিকল্পনায় ছিল, সেই আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনও ২০১১ সালে পাকিস্তানেই মার্কিন বাহিনীর হাতে নিহত হন। 

পাকিস্তানি এক সাংবাদিক ওমর কুরাইশি বলেছেন, পিআইএ-র বিজ্ঞাপনটি তাকে ‘স্তম্ভিত’ করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়