পশ্চিম আফ্রিকা থেকে স্পেনে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের নৌকা দুর্ঘটনায় ৫০ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অভিবাসী অধিকার গোষ্ঠী ওয়াকিং বর্ডারস বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন গ্রুপটির বরাতে বলেছে, গত ২ জানুয়ারি মৌরিতানিয়া থেকে রওয়ানা হওয়া নৌকাটিতে ৮৬ জন অভিবাসী ছিল। তাদের মধ্যে ৬৬ জন পাকিস্তানি। অভিবাসীরা উত্তাল আটলান্টিক পেরিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে বিপদজনক যাত্রা করার চেষ্টা করেছিল।
মাদ্রিদ এবং নাভারার ভিত্তিক ওয়াকিং বর্ডারস বলেছে যে, কয়েকদিন আগে নৌকাটি নিখোঁজ হয়েছিল। ছয় দিন আগে, তারা নৌকা নিখোঁজের বিষয়ে সংশ্লিষ্ট সব দেশের কর্তৃপক্ষকে জানিয়েছিল। বেসরকারী সংস্থা অ্যালার্ম ফোন সমুদ্রে হারিয়ে যাওয়া অভিবাসীদের সহায়তা করে। গত ১২ জানুয়ারী স্পেনের সামুদ্রিক উদ্ধার পরিষেবার সাথেও তারা যোগাযোগ করেছিল। কিন্তু তখন পর্যন্ত পরিষেবাটির কাছে নৌকা সম্পর্কে কোনও তথ্য ছিল না।
পরে বুধবার মরক্কোর কর্তৃপক্ষ নৌকা থেকে ৩৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। ওয়াকিং বর্ডারের সিইও হেলেনা ম্যালেনো, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন যে, এ ঘটনায় ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ওয়াকিং বর্ডারস ২০২৪ সালের রেকর্ড সংখ্যক মৃত্যুর নথিভুক্ত করেছে। যেখানে ১০ হাজার ৪৫৭ জন অভিবাসী, প্রতিদিন প্রায় ৩০ জন স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় মারা গেছে। তবে বেশিরভাগই মৌরিতানিয়া এবং সেনেগালের মতো পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আটলান্টিক পথ ধরে তারা স্পেনে প্রবেশের চেষ্টা করে।
আপনার মতামত লিখুন :