শিরোনাম
◈ ঢাকার সড়কে চালু হচ্ছে গোলাপি রংয়ের ২,৬১০টি বাস ◈ চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান, খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়: যেমন কাটছে সাবেক মন্ত্রী-এমপিদের কারাজীবন ◈ মণিপুরে রক্ত ঝরাচ্ছে মোদির দল, ফাঁস কল রেকর্ড ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর অভিযোগে শিক্ষার্থী গ্রেফতার ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক ◈ ইউরোপিয়ান ফুটবলে জানুয়ারির মধ্যবর্তী দলবদল শেষ, দামী খেলোয়াড় খাভিছা ◈ পেলে, ম্যারাডোনা ও মেসির সঙ্গে আমার তুলনা চলে না, আমিই সর্বকালের সেরা: রোনালদো ◈ সুমাইয়াকে হয়রানি ও হত্যার হুমকি, কড়া পদক্ষেপ নিচ্ছে বাফুফে ◈ বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ ◈ নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্দিরের দানবাক্সে ‘শাশুড়ি যেন দ্রুত মারা যান’, লেখা নোট 

মন্দিরের দানবাক্সে একটি দুমড়ানো-মুচড়ানো ২০ টাকার নোট। সেই নোট নিয়ে উত্তাল সমাজমাধ্যম। নোটটিতে নীল কালিতে বিশেষ এক ইচ্ছার কথা লিখেছেন ভক্ত। বাংলায় যার অর্থ, ‘আমার শাশুড়ি যেন তাড়াতাড়ি মরা যান।’ 

অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ঘটনা ঘটেছে ভারতে কর্নাটকের কালবুর্গিতে। দেশটির সংবাদমাধ্যম নিউজ় ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, নোটটি মিলেছে কালবুর্গির আফজলপুরের কাটাদরগি এলাকার ভাগ্যবন্তী দেবী মন্দিরের দানবাক্সে।

এতে বলা হয়, মন্দিরের দানবাক্সগুলি খোলা হয় নগদের পরিমাণ জানতে বা কোনো মূল্যবান উপহার পড়েছে কি না তা দেখতে। সম্প্রতি ভাগ্যবন্তী দেবী মন্দিরের দানবাক্সও সেই কারণে খোলা হয়। মন্দিরের আধিকারিকদের মতে, এই বছর দানবাক্স বা ‘হুন্ডি’ থেকে নগদ প্রায় ৬০ লক্ষ টাকা এবং এক কেজি রুপোর সামগ্রী সংগ্রহ করা হয়েছে। দানবাক্স খুলতেই অন্য অনেক নোটের সঙ্গে বিশেষ ওই ২০ টাকার নোটটিও বেরিয়ে আসে। নোটটির উপর নীল কালিতে লেখা, ‘‘আমার শ্বাশুড়ি যেন তাড়াতাড়ি মারা যান।’’ 

উল্লেখ্য, অনুদানের পাশাপাশি ভক্তদের অনেকে তাঁদের ইচ্ছার কথাও লিখে ফেলে দেন দানবাক্সে। সে রকমই কেউ ইচ্ছা করে ওই নোট সেখানে ফেলে গিয়েছেন বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ষ।

সেই নোটের ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। নোটের ছবি দেখে মজার মজার মন্তব্য করতেও ছাড়ছেন না নেটাগরিকেরা। অনেকে আবার নোটের মালিককে ‘অসুস্থ’ বলে নিন্দাও করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়