শিরোনাম
◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা ◈ মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা ◈ ‘ডেসটিনির এমডি রফিকুল আমীনের মুক্তিতে আর কোন বাঁধা থাকছে না’ ◈ বিতর্কিত কর্মকর্তাদের ধরা হবে, কিছু হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধান ◈ মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী ◈ সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের প্রচার, যা জানা গেল ◈ নির্বাচন নিয়ে ফখরুলের বক্তব্যের কড়া জবাব সারজিসের (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তদন্তের নামে মহিলাকে বাড়িতে ডেকে 'ধর্ষণ', পুলিশের এসআইকে জেলে পাঠাল আদালত

গত শুক্রবার শিলিগুড়ি মহিলা থানায় এক মহিলা রাজগঞ্জ থানার এসআই-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। প্রথমে ওই এসআই-কে ‘ক্লোজ়’ করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে। খবর: আনন্দবাজার পত্রিকার।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন জলপাইগুড়ির রাজগঞ্জ থানার সাব ইনস্পেক্টর (এসআই)। মঙ্গলবার সকালে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়। তার পর তাঁকে জলপাইগুড়ি আদালতে হাজির করানো হয়েছে। ইতিমধ্যেই ওই এসআই-কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত শুরু হয়েছে।

গত শুক্রবার এক মহিলা শিলিগুড়ি মহিলা থানায় রাজগঞ্জ থানার এসআই-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণীর দাবি মোতাবেক রাজগঞ্জ থানা এলাকার ঘটনা হওয়ায় ‘জ়িরো এফআইআর’ দায়ের করে সেই অভিযোগ জলপাইগুড়ি মহিলা থানায় পাঠিয়ে দেয় শিলিগুড়ি মহিলা থানা।


অভিযোগ অনুযায়ী, গত ৯ জানুয়ারি অভিযুক্ত এসআই রাজগঞ্জ থানার উল্টো দিকে নিজের বাসভবনে অভিযোগকারিণীকে ডেকে পাঠান। রাত সাড়ে ৮টা নাগাদ একটি ঘটনায় তদন্তের স্বার্থে ওই পুলিশকর্মী তাঁকে ডেকে পাঠান বলে দাবি করেছেন ওই মহিলা। অভিযোগ, সেখানেই মহিলাকে ধর্ষণ করেন অভিযুক্ত এসআই। গত রবিবারই অভিযুক্তকে রাজগঞ্জ থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে। ওই এসআই-এর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

এসআই-এর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ির কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখান বাম মহিলা সংগঠনের সদস্যারা। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীর বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছে। থানায় অভিযোগও দায়ের হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়