শিরোনাম
◈ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ◈ ৪৩ তম বিসিএসের ২৬৭ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ◈ ব্যাট রিওভাইরাস: সতর্কবার্তা খেজুরের রস পানে  ◈ বাংলাদেশের পোশাক শিল্প পুনরুজ্জীবিত হচ্ছে ◈ অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার ◈ মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে ছিনতাইকারীকে গ্রেফতার ◈ হাসিনাকে নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ ◈ ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ◈ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ শিগগিরই রোডম্যাপ, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর : পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৩:০৩ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৫, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের আমন্ত্রণে কিছু জানায়নি বাংলাদেশ, সাড়া দিয়েছে পাকিস্তান

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ১৫০তম বছরের উদযাপনে প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ করেছে। এতে পাকিস্তান সাড়া দিয়ে অংশগ্রহণের কথা জানিয়েছে।  তবে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত জানায়নি।  

১৪ ও ১৫ জানুয়ারি দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে অনুষ্ঠানটি অনুষ্টিত হবে।  আইএমডি ডয়েচে ভেলেকে জানিয়েছে, তাদের প্রতি ইভেন্টে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়টি প্রাধান্য পাবে। 

১৫০ বছর পূর্তি উদযাপনের অনুষ্ঠানে আইএমডি অবিভক্ত ভারতের দেশগুলির আবহাওয়া বিভাগের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রিত দেশের মধ্যে আছে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলংকা ও নেপাল। এছাড়া মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পশ্চিম এশিয়ার অনেকগুলি দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। 

পাকিস্তান ইতোমধ্যে আমন্ত্রণ গ্রহণ করেছে। তারা প্রতিনিধিদের দিল্লি পাঠাবে। কিন্তু বাংলাদেশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা পাঠানো হয়নি। ডয়চে ভেলে জানিয়েছে, আয়োজকরা বাংলাদেশের উত্তরের অপেক্ষায় আছেন। 

এদিকে বার্তাসংস্থা পিটিআই-কে সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা চাই, আমন্ত্রিত সব দেশের কর্মকর্তারা আসুন। সবাইকে নিয়ে আমরা উদযাপন করি’। 

আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ''১৫ জানুয়ারি ভারত মণ্ডপমে মূল অনুষ্ঠানে গত ১৫০ বছরে আইএমডি কীভাবে কাজ করেছে তা নিয়ে আলোচনা হবে। বর্তমান শতকে বিজ্ঞান ও প্রযুক্তির উপর ভিত্তি করে কী করে আইএমডি এগিয়েছে তা নিয়ে কথা হবে। আমরা সেখানে আইএমডি-র বৈজ্ঞানিক যাত্রাটা দেখাব।'' সূত্র : ডয়েচে ভেলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়