শিরোনাম
◈ ‘দায়মুক্তি’ শিরোনামে আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা ◈ ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব ◈ এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি ◈ যুব চ্যাম্পিয়নশিপে  ব্রাজিল ও আর্জেন্টিনার কষ্টের জয় ◈ লন্ডনে লিফলেট বিতরণে যে নাটক করলেন আওয়ামী লীগ নেতারা, নিতে প্রত্যাখ্যান ব্যবসায়ী! (ভিডিও) ◈ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটা? ◈ জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন? ◈ আসিফ-নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি ◈ ঢাকার সড়কে চালু হচ্ছে গোলাপি রংয়ের ২,৬১০টি বাস ◈ চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান, খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়: যেমন কাটছে সাবেক মন্ত্রী-এমপিদের কারাজীবন

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ১২:৪৮ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১০ ছেলে ও ৯ মেয়ের সন্তানের মা

১০ ছেলে ও ৯ মেয়ের মা হামদা আল রুয়াইলি। ১৯ সন্তানের দেখভাল করেও ডক্টরেট ডিগ্রি নিয়েছেন সৌদি আরবের এই নারী, যা অনেককে বিস্মিত করেছে। সাধারণত সন্তানদের পরিচর্যায় মনোযোগ দিতে গিয়ে অনেক নারী পড়ালেখা বাদ দেন। সেখানেই উদাহরণ সৃষ্টি করেছেন হামদা আল রুয়াইলি।

সম্প্রতি সংবাদমাধ্যম আল এখবারিয়াকে জানিয়েছেন, হামদা আল রুয়াইলি সন্তানদের দেখাশুনা, কাজ এবং পড়াশোনা একইভাবে চালিয়ে গেছেন। তিনি মানসিক স্বাস্থ্য খাতের প্রশাসনিক পদে কাজ করেন। অনলাইনে ব্যবসাও রয়েছে।

হামদা আল রুয়াইলি বলেন, আমি দিনে সন্তানদের পরিচর্যা এবং কাজ করি। রাতে ব্যবসা ও পড়াশোনা চালাই। কোনো ধরনের ঝামেলা চাই না। তাই খুব সতর্ক হয়ে সারাদিনের পরিকল্পনা করি। ৪৩ বছর বয়সে পা দেওয়ার আগেই ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এই নারী।

শিক্ষক এবং সেনা কর্মকর্তারা অনুপ্রেরণা উল্লেখ করে এই সৌদি নারী বলেন, আমার জন্য একটি সন্তানকে বড় করা ১০ সন্তানকে বড় করার সমান। আমি তাদের প্রয়োজন নিয়ে কাজ করি, লক্ষ্য অর্জনে তাদের সাহায্য করি এবং তারা যেন নিজেদের ইচ্ছা পূরণ করতে পারে সেজন্য অনুপ্রেরণা দেই।

হামদা আল রুয়াইলির সন্তানরাও পড়ালেখায় বেশ ভালো। তার এক মেয়ে এতটাই মেধাবী যে কিং আব্দুল আজিজ সেন্টার তার পড়ালেখার খরচ বহন করে।  তিনি বলেন, আমার অনেক দায়িত্ব থাকা সত্ত্বেও শিক্ষার স্বপ্ন বাদ দেইনি। আল্লাহকে ধন্যবাদ, এই সাফল্য সহজ ছিল না। কিন্তু এটি পরিকল্পনা এবং পরিবারের সমর্থনের ফল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়