শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশে বিধর্মীদের দোকান থেকে কেনাকাটা না করার শপথ!

রাশিদুল ইসলাম : [২] ভারতের বিজেপিশাসিত মধ্যপ্রদেশের খারগোনে দাঙ্গার পর বিধর্মীদের (অহিন্দু) দোকান থেকে কাপড়, চপ্পল বা অন্য কোনো জিনিস না কেনার শপথ করানো হচ্ছে। খারগোনের এসপি রোহিত কাসওয়ানি বলেছেন, এই ধরণের ভিডিও পরীক্ষা করে দেখা হচ্ছে। পারসটুডে 

[৩] হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ বলছে উবদী, পিপরি ও ইচ্ছাপুর গ্রামেও ইতোমধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে। একইসময়ে, বিস্তান এবং কেলিতেও এমন ঘটনা ঘটেছে। শপথ গ্রহণের ভিডিও ভাইরাল হচ্ছে। এর পাশাপাশি হাট-বাজারেও অর্থনৈতিক বয়কটের কথা উঠে আসছে।

[৪] শপথে বলা হচ্ছে ‘আজ থেকে আমরা প্রতিজ্ঞা করছি যে, আমরা বিধর্মীদের দোকান থেকে কাপড়, চপ্পল বা অন্য কোনো জিনিস কিনব না, এবং তাদের কাছে আমাদের কোনো জিনিস বিক্রি করব না। হে মহাকাল, আমাদের সংকল্প পূর্ণ করার জন্য আমাদের সঠিক শক্তি এবং মনোভাব দান করুন।’ 

[৫] গত ১০ এপ্রিল রাম নবমীর দাঙ্গায় শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং ধর্মীয় ক্ষতি হয়েছিল। এতে জনগণের মনে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যার ফলে মানুষ নিজ নিজ স্তরে ক্ষোভ প্রকাশ করছে।   
[৬] গণমাধ্যমে প্রকাশ, সম্প্রতি বিজেপিশাসিত মধ্য প্রদেশ ও গুজরাটে মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ এবং ধর্মীয় স্থানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। মধ্য প্রদেশের খারগোন শহর সহিংসতার কেন্দ্রস্থল, যেখানে স্থানীয় প্রশাসন মুসলমানদের বাড়িঘর এবং দোকানগুলো ভেঙে দিয়েছে। 

[৭] জমিয়তে উলামায়ে হিন্দের জাতীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী খারগোনের ঘটনা প্রসঙ্গে বলেন, মুসলিমদের সম্পত্তি ও তাদের বাড়িঘর চিহ্নিত করে ভেঙ্গে ফেলা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়