শিরোনাম
◈ সেনা সদস্যরা ঘিরে রেখেছে বরিশালে সাবেক চিফ হুইপ হাসানাতের বাড়ি ◈ এবার ধানমন্ডি ৩২ নিয়ে সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাস ◈ হাসিনার দায়ভার ভারত সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ সিলেটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের ম্যুরাল ◈ ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে শেখ মুজিবের বাড়ি ◈ এবার হাসিনার বাসভবন সুধা সদনে আগুন (ভিডিও) ◈ কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন: জামায়াত আমিরের আহ্বান ◈ শেষ ওভারের নাটকীয়তায় খুলনা টাইগার্সকে কাঁদিয়ে চিটাগং কিংস ফাইনালে ◈ শহীদ তাজউদ্দীন নার্সিং কলেজে বহিরাগতদের হামলায় ৫০ শিক্ষার্থী আহত ◈ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ আয়োজকের সঙ্গে বিএনপিনেতাদের সাক্ষাৎ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৪, ১০:০৫ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিকে বিদায় জানিয়েছেন ইভাঙ্কা ট্রাম্প!

সেই সঙ্গে রাজনীতিতে আর না ফেরার কথাও বলেছেন তিনি। ইভাঙ্কা ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কন্যা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর পুুুুুরো সময় পিতার জন্য কাজ করেছেন তিনি। ট্রাম্প যখন রিয়েল এস্টেটের ব্যবসা করতেন, তখন ট্রাম্প তার পরবর্তী যে হোটেল নির্মাণ করবেন- তার ডিজাইন তৈরি করতেন ইভাঙ্কা। ট্রাম্প রিয়েলিটি টিভি শো করার সময় টেলিভিশনের পর্ষদকক্ষে অবস্থান করতেন ইভাঙ্কা। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন ইভাঙ্কা। ২০২১ সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি ওয়াশিংটন ত্যাগ করেন। রাজনীতিকেও বিদায় জানান তিনি।

২০২২ সালে ট্রাম্প তৃতীয়বারের মতো নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। এরপরই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইভাঙ্কা ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করার সিদ্ধান্তের কথা জাানান। তিনি আরও বলেন, বর্তমানে নিজের বাচ্চা এবং পরিবারকে সময় দিতে চাচ্ছেন। স্বামী, সন্তানকে নিয়ে একটি নিরবচ্ছিন্ন প্রাইভেট জীবনযাপন করতে চান তিনি। তারপর থেকেই ইভাঙ্কা ও তার স্বামী জারেড কুশনার চার বছর ধরে মিয়ামিতে লোকচক্ষুর আড়ালে বসবাস করছেন। পিতা ডনাল্ড ট্রাম্প তার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেন। কিন্তু এখন রাজনীতি থেকে সরে যাওয়ায় ট্রাম্প আর তা পারছেন না। ফলে ট্রাম্পের কর্তৃত্ব থেকে এখন মুক্ত ইভাঙ্কা। এটাকে দেখা হয় সাবেক ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠজনের নাটকীয় মোড় পরিবর্তন হিসেবে। 

কিন্তু অব্যাহতভাবে মানুষের দৃষ্টি পড়তে থাকে ইভাঙ্কা ট্রাম্পের ওপর। তার পিতার নেয়া সিদ্ধান্তের জন্য সমালোচনা সহ্য করতে হয়েছে। কিন্তু তিনি তাতে পুরোপুরি প্রভাব বিস্তার বা উদারতা দেখাতে পারতেন না। নিউ ইয়র্কে আছে তার বেশ কিছু উদার বন্ধু। বিদ্যমান এথিকস বিষয়ক প্রশ্নের মুখে তিনি নিজের ব্র্যান্ডের ব্যবসা বন্ধ করে দেন। রাজনীতি থেকে তিনি সরে যাওয়ার অর্থ হলো, এখন তার পিতা আর তার বস নন। তিনি নিজের মতো করে ভিন্ন একটি লাইফস্টাইল বেছে নিতে পারবেন। ইভাঙ্কা ট্রাম্প এ বছর জুলাইয়ে ‘দ্য লেক্স ফ্রিডম্যান পডকাস্টে’ তিন ঘণ্টা কথা বলেন। তিনি বলেন, রাজনীতির জগৎ অন্ধকার। এখানে অনেক নেতিবাচক বিষয় আছে। রাজনীতির সঙ্গে আমার মতাদর্শ মেলে না। এ কারণে আমি আর আমার পরিবার রাজনীতিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।

এক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, ইভাঙ্কা এখনো তার পিতার প্রিয়ভাজন এবং পিতার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। ট্রাম্পকে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়ার কথাও শোনা যাচ্ছে। ট্রাম্পের একজন প্রতিনিধি সিএনএনকে জানায়, ইভাঙ্কা মানবপাচার, কর্মসংস্থানের ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি বিষয়ে হোয়াইট হাউসের চেষ্টা ও সফলতাকে গর্বের সঙ্গে প্রচার করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে পিতার চেয়ে বেশি যুদ্ধপ্রিয় ছিলেন ইভাঙ্কা। তিনি গর্ভপাতের আইনের বিপক্ষে জোরদার সমর্থন প্রদর্শন করেন। ২০২৪ সালের নির্বাচনে তার পিতা ভূমিধস জয় পায়। কিন্তু  নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের অন্য সন্তানদের মতো ইভাঙ্কা বা তার স্বামী কাউকেই দেখা যায়নি। তাই বলে কি ট্রাম্পের বলয়ের বাইরে থাকবেন ইভাঙ্কা ও জারেড! এসব বিষয়ে খুব কাছ থেকে জানেন এমন একটি সূত্র বলেছেন, এবার ইভাঙ্কার কোনো পরামর্শ যদি তার পিতা ট্রাম্প চানও তা বাইরের কেউ বুঝতে পারবে না।

অন্যদিকে আসন্ন ট্রাম্প প্রশাসনে আনুষ্ঠানিক পদ নিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্পের জামাই জারেড কুশনার। তবে ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশাসনের বাইরে থেকেই পালন করবেন কুশনার। কারণ মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে আছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। এ ছাড়া ওই অঞ্চলে আছে তার বড় রকমের আর্থিক স্বার্থ। কিন্তু ইভাঙ্কা ট্রাম্প বা জারেড কুশনার প্রশাসনিক কোনো পদ না নিলেও প্রতিদান দিয়েছেন ট্রাম্প। তিনি জারেড কুশনারের পিতা চার্লস কুশনারকে ফ্রান্সে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাছাই করেছেন। 

ডনাল্ড ট্রাম্পের ক্ষমতার প্রথম মেয়াদের শেষের দিকে অধিক লড়াকু ভাবাপন্ন হয়ে আবির্ভূত হন ইভাঙ্কা ট্রাম্প। ২০২১ সালের ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্পের উস্কানিতে দাঙ্গা হয়। তাতে কমপক্ষে ৫ জন নিহত হন। এরপরই ওয়াশিংটন থেকে সরে যান ডনাল্ড ট্রাম্প। চলে যান ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়