সূর্যের এত কাছে গিয়েও ফিরে আসা যায়, এমনটা এর আগে হয়তো নাসার বিজ্ঞানীরাও ভাবতে পারেনি। তবে নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’ ঠিক সেটাই করে দেখাল। মহাকাশ গবেষণার ইতিহাসে সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছতে পেরেছে এই মহাকাশযানটি।
গত ২৪ ডিসেম্বর সোলার প্রোবটি সূর্যের বাইরের বায়ুমন্ডলে প্রবেশ করার পর থেকে প্রতিকূল পরিবেশের কারণে নাসার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় বিজ্ঞানীরা ‘পার্কার সোলার প্রোব’ থেকে একটি সিগন্যাল পেয়েছে।
এর অর্থ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছে গিয়ে এর প্রচণ্ড তাপ ও চরম বিকিরণ সহ্য করেও অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছে মহাকাশযানটি। নাসা জানিয়েছে, মহাকাশযানটি নিরাপদই আছে।
আপনার মতামত লিখুন :