শিরোনাম

প্রকাশিত : ০৩ মে, ২০২২, ১১:৩৩ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনের উপর রাশিয়ার হুমকি পশ্চিমারা দেরিতে অনুধাবন করেছে: বরিস জনসন

মাকসুদ রহমান: [২] ভিডিওর মাধ্যমে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেনরোস্কিকে বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ইউক্রেনের মিত্র দেশগুলো ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া আক্রমণ করার সময় যে ভুল করেছিলো সেই ভুল আর পুনরায় করবে না। বিবিসি
 
[৩] ভিডিও বার্তায় বরিস জনসন ইউক্রেনের জন্য আরো ৩০ কোটি ইউরো সহায়তা পাঠানোর ঘোষণা দেন। আসছে সপ্তাহে ইউক্রেনকে দিতে যাওয়া বৃটেনের সামরিক সহায়তার মাঝে থাকবে বৈদ্যুতি যুদ্ধ সরঞ্জাম, একটি কাউন্টার-ব্যাটারি রাডার সিস্টেম, জিপিএস জ্যামার এবং রাত্রে পর্যবেক্ষণের ডিভাইস। 

[৪] ভিডিও সম্মেলনে ইউক্রেন পার্লামেন্টের স্পিকারের কিয়েভে থাকা পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বরিস জনসনের পরিচয় করিয়ে দেওয়া কালে বৃটেনের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের মিত্রদের অবশ্যই দেশটির প্রতি বিনয়ী থাকা উচিত, রাশিয়া ২০১৪ সালে হামলা করে ক্রিমিয়া ছিনিয়ে নিয়েছিল এবার আবারো দেশটি ডানবাস আক্রমন করে তেমনটিই শুরু করেছে। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়