শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের সামনে যে ছয়টি বড় চ্যালেঞ্জ ◈ সেনা সদস্যরা ঘিরে রেখেছে বরিশালে সাবেক চিফ হুইপ হাসানাতের বাড়ি ◈ এবার ধানমন্ডি ৩২ নিয়ে সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাস ◈ হাসিনার দায়ভার ভারত সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ সিলেটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের ম্যুরাল ◈ ভাঙা হল শেখ মুজিবের বাড়ি, ধানমন্ডি ৩২ এখন ধ্বংসস্তূপ (ভিডিও) ◈ এবার হাসিনার বাসভবন সুধা সদনে আগুন (ভিডিও) ◈ কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন: জামায়াত আমিরের আহ্বান ◈ শেষ ওভারের নাটকীয়তায় খুলনা টাইগার্সকে কাঁদিয়ে চিটাগং কিংস ফাইনালে ◈ শহীদ তাজউদ্দীন নার্সিং কলেজে বহিরাগতদের হামলায় ৫০ শিক্ষার্থী আহত

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলা, নিহত ৩

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে একটি সরকারি হাসপাতালে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার সময় সেখানে মেডিকেল স্টাফ, পুলিশ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেনারেল হাসপাতালটি পুনরায় চালুর ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় হঠাৎ বন্দুকধারীরা হামলা চালায়। নিহতদের মধ্যে দুইজন সাংবাদিক এবং এক পুলিশ কর্মকর্তা রয়েছেন।  

হাসপাতাল ভবনের ভেতরে হতাহতদের পড়ে থাকার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরে সহিংস গ্যাংদের নিয়ন্ত্রণে ছিল। তবে গত জুলাই মাসে সরকার এই এলাকা পুনরুদ্ধার করে।  

হাইতির প্রেসিডেন্ট ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান লেসলি ভলতেয়ার এক ভিডিও বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।   

২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস হত্যার পর থেকেই হাইতিতে গ্যাং সহিংসতা বাড়তে থাকে। রাজধানীর ৮৫ শতাংশ এখনো গ্যাংদের নিয়ন্ত্রণে রয়েছে। গত এপ্রিলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও সহিংসতা কমেনি। কেনিয়ার পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করেও গ্যাং সহিংসতা রোধ করা সম্ভব হয়নি।    

এ ঘটনা হাইতির নিরাপত্তা সংকটের তীব্রতাকে আরও একবার সামনে এনেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই সংকট নিরসনের জন্য নতুন উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়