শিরোনাম
◈ দৈনিক যায়যায়দিন পত্রিকার 'ডিক্লারেশন' বাতিল করল সরকার ◈ খাদ্য সহায়তা হ্রাস রোহিঙ্গাদের ওপর ‘সামাজিক ও মানসিক’ চাপ তৈরি করবে ◈ বেক্সিমকোর রিসিভার নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়, এখন থেকে চলবে নিজস্ব ব্যবস্থাপনায় ◈ বিশ্ববিদ্যালয় উপাধ্যক্ষকে রাগ ও ক্ষোভে বটি দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২! ◈ বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিকের জন্য কানাডার ২৭২ মিলিয়ন ডলারের সহায়তা ◈ বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মনজুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্টের রায় ◈ কানাডার উপর দ্বিগুণ শুল্কের হুমকি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র ◈ পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের নেপথ্যে বালুচ লিবারেশন আর্মি! এরা কারা? কেন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে? ◈ অবৈধ অভিবাসীদের জন্য "সেলফ ডিপোর্টেশন " অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৩০ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ বছর ধরে ইরানে সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ, স্বীকার করল যুক্তরাষ্ট্র

ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বকে উৎখাতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রকাশ্যে স্বীকার করেছেন, গত দুই দশক ধরে ওয়াশিংটন ইরানে সরকার পরিবর্তনের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তবে ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বকে উৎখাতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেন তিনি।

স্থানীয় সময় বুধবার (১৯ ডিসেম্বর) নিউ ইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনসে ব্লিনকেনকে প্রশ্ন করা হয়, ইরানে সরকার পরিবর্তনের নীতি যুক্তরাষ্ট্রের গ্রহণ করা উচিত কি না।

জবাবে ব্লিংকেন বলেন, আমি মনে করি আমরা যদি গত ২০ বছরের দিকে তাকাই, তাহলে দেখব সরকার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের পরীক্ষা-নিরীক্ষাগুলো মোটেও ভালো সাফল্য পায়নি।

ওয়াশিংটন ইরানের সমাজেও নানা আলোড়ন সৃষ্টির করার চেষ্টা করেছে বলেও স্বীকার করেন ব্লিংকেন। তিনি বলেন, তবে বাইরে থেকে এটা করা সত্যিই কঠিন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে আমাদের সামর্থ্যের সর্বোত্তম দিয়ে চেষ্টা করেছি। যেমন- ইরানের অভ্যন্তরে যারা দেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যত চায়, তাদের আরও ক্ষমতায়িত করা- যোগাযোগ করতে সক্ষম করা, উঠে দাঁড়াতে সক্ষম করা।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে বলেও ইঙ্গিত দিয়ে ব্লিঙ্কেন। তিনি বলেন, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বোমা বানানো থেকে বিরত রাখতে তেহরানের সঙ্গে আলোচনা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়