শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ আমদানি বাংলাদেশে এক তৃতীয়াংশে নেমেছে ◈ ময়ূখ রঞ্জনকে জোকার ও শুভেন্দু অধিকারীকে কুলাঙ্গার বললেন পশ্চিমবঙ্গের লেখক মানিক ফকির(ভিডিও) ◈ এবার শেখ হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকার জমা তথ্য পাওয়া গেল ◈ সাংবাদিকদের হেয় করায় জনপ্রশাসনের সভায় ব্যাপক হট্টগোল (ভিডিও) ◈ আমাকে ধরে নিয়ে বন্দী করেছিল, তাদের মধ্যে তিনজন হিন্দি ভাষা বলছিল : শহীদ মেজর তানভীরের স্ত্রীর(ভিডিও) ◈ চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনীয়া পানি শোধনাগার থেকে বছরে লাভ ১৩২ কোটি টাকা! ◈ দায়িত্ব পুলিশের, সহযোগিতা আপনাদের, এই দুইয়ের সমন্বয়ে উন্নতি সম্ভব : ডিএমপি  ◈ ষড়যন্ত্রকারীদের এজেন্ট ঢুকে গেছে বিএনপির ভেতর : তারেক রহমান ◈ নড়েচড়ে বসেছে দুদুক, অনুসন্ধানের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ লাল-সবুজের রঙে সাজলো পোল্যান্ডের স্লাসকো দাবড়োভস্কিয়েগো সেতু

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৮ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিয়াঙ্কা গান্ধীর নতুন বার্তা ‘বাংলাদেশ’ ইস্যুতে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ও লোকসভা সদস্য প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ-বিতর্কে এ বার নতুন সংযোজন বাংলাদেশ ইস্যু। গতকাল সোমবার ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে লোকসভায় গিয়েছিলেন তিনি। একদিনের মাথায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তার ব্যাগে প্রতিবাদস্বরূপ জায়গা পেয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ।

সোমবার প্রিয়াঙ্কা গান্ধী পার্লামেন্টে গিয়েছিলেন ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে। তা নিয়ে মুহূর্তের মধ্যে বিতর্ক ছড়িয়ে পড়ে। তবে এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করে ক্ষমতাসীন বিজেপি তার বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের রাজনীতি করার অভিযোগ তোলে। মঙ্গলবারও ব্যাগ কাঁধে সংসদে ঢুকেন প্রিয়াঙ্কা। তবে এ বার আর ‘প্যালেস্টাইন’ নয়, তার ব্যাগে জায়গা পেয়েছে ‘বাংলাদেশ’।

প্রতিবেশী দেশে সংখ্যালঘু-মূলত হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ানোর বার্তা লেখা রয়েছে সেই ব্যাগে। ঘিয়ে রঙের ব্যাগটির উপরে হিন্দিতে লেখা রয়েছে ‘বাংলাদেশ’। তার নিচে লেখা, ‘হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান।’ প্রিয়াঙ্কা একা নন, কংগ্রেসের অন্য আইনপ্রণেতারও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান।

‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ কাঁধে প্রিয়াঙ্কা: এর আগে, প্যালেস্টাইন লেখা ব্যাগ কাঁধে নিয়ে পার্লামেন্টে ঢুকেন প্রভাবশালী এই আইনপ্রণেতা। এই নিয়ে সদ্য নির্বাচিত আইনপ্রণেতাকে নিশানা করতে ছাড়েনি ক্ষমতাসীন বিজেপি। একে খবরের শিরোনাম হওয়ার অপচেষ্টা বলে তীব্র সমালোচনা করেছে গেরুয়া শিবির। 

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বিজেপির এমন অভিযোগকে 'নেহাত পুরুষতান্ত্রিক মানসিকতা' বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'আমি কী পরবো, সেটা কে ঠিক করবে এখন? সেটা কে ঠিক করবে? এটা তো পুরোটাই পুরুষতান্ত্রিক চিন্তা যে আমরা নারীরা কী পরবো তাও ঠিক করবেন তারা। আমি এর সঙ্গে একমত নই। আমি যা চাইবো, তাই পরবো।' উপস্থিত এক নারী সাংবাদিককে এমন জবাব দেন তিনি। ওই ব্যাগ নিয়ে গতকাল (১৬ ডিসেম্বর) সংসদে বড় বিতর্কের সৃষ্টি হয়।

ব্যাগটি সবার সামনে তুলে ধরে তিনি বলেন, 'আমি বহুবার বলেছি আমার বিশ্বাস কী বিষয় নিয়ে তাড়িত হয়। যদি আমার টুইটার হ্যান্ডেল দেখেন, সেখানে আমার সমস্ত মন্তব্য রয়েছে।'  

ওই ব্যাগটি, যা ওয়েনাড থেকে নির্বাচিত সাংসদ গতকাল সংসদে নিয়ে গিয়েছিলেন। তাতে বড় অক্ষরে ইংরেজিতে 'প্যালেস্টাইন (ফিলিস্তিন)' লেখা ছিল। এছাড়া তাতে একটি প্রতীকী তরমুজ ছিল, যা ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সশস্ত্র শাসকগোষ্ঠী হামাসের ইসরায়েল আক্রমণের জেরে গত বছরের ৭ অক্টোবর  গাজায় আক্রমণ শুরু করে তেলআবিব। তবে শুরু থেকে নেতানিয়াহু বাহিনীর এমন বরর্বোরচিত হামলার বিরুদ্ধে সোচ্চার রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।

কয়েকদিন আগেই গাজায় ‘গণহত্যা’ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন সোনিয়াকন্যা প্রিয়াঙ্কা। এবার বিশেষ ব্যাগ কাঁধে নিয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বার্তা দিলেন তিনি।

প্যালেস্টাইন লেখা ব্যাগ কাঁধে নিয়ে পার্লামেন্টে ঢুকেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী আইনপ্রণেতা প্রিয়াঙ্কা গান্ধী। এই নিয়ে সদ্য নির্বাচিত আইনপ্রণেতাকে নিশানা করতে ছাড়েনি ক্ষমতাসীন বিজেপি। একে খবরের শিরোনাম হওয়ার অপচেষ্টা বলে তীব্র সমালোচনা করেছে গেরুয়া শিবির। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়