শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ আমদানি বাংলাদেশে এক তৃতীয়াংশে নেমেছে ◈ ময়ূখ রঞ্জনকে জোকার ও শুভেন্দু অধিকারীকে কুলাঙ্গার বললেন পশ্চিমবঙ্গের লেখক মানিক ফকির(ভিডিও) ◈ এবার শেখ হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকার জমা তথ্য পাওয়া গেল ◈ সাংবাদিকদের হেয় করায় জনপ্রশাসনের সভায় ব্যাপক হট্টগোল (ভিডিও) ◈ আমাকে ধরে নিয়ে বন্দী করেছিল, তাদের মধ্যে তিনজন হিন্দি ভাষা বলছিল : শহীদ মেজর তানভীরের স্ত্রীর(ভিডিও) ◈ চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনীয়া পানি শোধনাগার থেকে বছরে লাভ ১৩২ কোটি টাকা! ◈ দায়িত্ব পুলিশের, সহযোগিতা আপনাদের, এই দুইয়ের সমন্বয়ে উন্নতি সম্ভব : ডিএমপি  ◈ ষড়যন্ত্রকারীদের এজেন্ট ঢুকে গেছে বিএনপির ভেতর : তারেক রহমান ◈ নড়েচড়ে বসেছে দুদুক, অনুসন্ধানের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ লাল-সবুজের রঙে সাজলো পোল্যান্ডের স্লাসকো দাবড়োভস্কিয়েগো সেতু

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০:১৬ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে সৌদি

অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরব। গতকাল রোববার থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহে ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইতোমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, রাতের বেলা মাটির ওপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে, আর সেই পানি মাটিতে পড়ামাত্র বরফ হয়ে যাচ্ছে। সৌদির আল জৌফ প্রদেশের তাবারজাল জেলায় ইতিহাসে এই প্রথমবার পানি জমে বরফে পরিণত হচ্ছে বলে জানা গেছে।

সৌদি সংবাদামধ্যমগুলোর বরাতে জানা গেছে, তাপমাত্রা সবচেয়ে হ্রাস পেয়েছে দেশটির উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায়। বর্তমানে সেখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আল কুরায়ায়াত ও আল জৌফে মাইনাস ১ ডিগ্রি, রাফহায় শূন্য ডিগ্রি, আরারে ২ ডিগ্রি, হাফার আল বাতেনে ৩ ডিগ্রি, তাবুক এবং হাইলে ৪ ডিগ্রি, বুরাইদাহতে ৬ ডিগ্রি, রাজধানী রিয়াদ এবং আবহায় ৮ ডিগ্রি এবং সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম, আল আহসা, জেদ্দা ও তায়েফে ৯ ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা।

সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বয়ে আসা শীতল বায়ুর প্রভাবে অভূতপূর্ব এ শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই প্রবহা অব্যাহত থাকবে এবং সোমবার ও মঙ্গরবার রাজধানী রিয়াদের তাপমাত্রা আরও নেমে গিয়ে ৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।

সেই সঙ্গে তাবুক, আল জৌফ, হাইল ও উত্তর সীমান্ত প্রদেশের তাপমাত্র নেমে যাবে শূন্য থেকে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়