শিরোনাম
◈ এক টাকাও খরচ করতে পারেনি দুই মন্ত্রণালয়! ◈ পাকিস্তানের গণমাধ্যমে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ পেল কীভাবে? ◈ জার্মানিতে ওলাফ শলজ সরকারের পতন ◈ সংস্কারের আগে মূল্যস্ফীতি ও বিনিয়োগের সমাধান জরুরি: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ বিজয় দিবসের উদ্‌যাপন ঘিরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০ ◈ বাংলাদেশ নিয়ে লোকসভায় যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী (ভিডিও) ◈ ৪ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম  ◈ নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম (ভিডিও) ◈ ওসমানী বলেছিলেন ভারত সাহায্য না করলেও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম : আবদুল্লাহ আবু সায়ীদ ◈ দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৬ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।  সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড অজ্ঞাত একটা পরিবহন মোটরসাইকেল আরোহীদেরকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই বন্ধু হল- ফরিদপুর শহরের পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের পুত্র খন্দকার মামুনুর রহমান (৪৫) ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলা সদর এলাকার খলাবাড়ীর  বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ ৫০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী মোটরসাইকেল ও অজ্ঞাত পরিবহন ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গা পৌর এলাকার নওপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনটি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে আরেকজন নিহত হয়। ঘাতক পরিবহনটি পালিয়ে গেছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মটর সাইকেলের আরোহী একবন্ধু ঘটনাস্থলেই নিহত হয় এবং আরেকজন গুরুতর আহত বন্ধু  ভাঙ্গা হসপিটালে নেওয়ার পথে নিহত হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়