শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে চলমান টানাপোড়েন অবসানের আশা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর ◈ নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ চায় বিএনপি : সালাউদ্দিন আহমেদ ◈ স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায়? জানতে গুগলে সার্চ করে ধরা খেলো খুনি ◈ পাচার করা টাকা দেশে গোলযোগ সৃষ্টির কাজে ব্যবহার করা হচ্ছে: ড. ইউনূস ◈ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে : নাহিদ ইসলাম ◈ বিডিআর হত‍্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা জানালেন আসিফ নজরুল ◈ স্মৃতিসৌধে কথা বলতে বলতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন মির্জা ফখরুল (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার নেতৃত্বে হবে 'জাতীয় ঐকমত্য গঠন কমিশন' ◈ সাকিব ইংল্যান্ডে নিষিদ্ধ, বাংলাদেশেও কি ‘নিষিদ্ধ’ হবেন, বিসিবি যা বলছে ◈ আইসিসি পাকিস্তানকে ললিপপ ধরিয়ে দিয়েছে: বাসিত আলী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিরহাদ হাকিম সাহেব আর একটু কোরান পড়ুন,’ সংখ্যালঘু মন্তব্যে পরামর্শ হুমায়ুনের

ভারতে অমিত মালব্য সহ একাধিক বিজেপি নেতা ভিডিয়ো পোস্ট করেছেন। এনিয়ে তীব্র সমালোচনা করছেন তাঁরা। সেই সঙ্গে এবার দলের একাংশের সমালোচনার মুখেও পড়তে হচ্ছে ফিরহাদ হাকিমকে

সংখ্যালঘুরা একদিন সংখ্য়াগুরুর থেকেও বেশি সংখ্য়াগুরু হয়ে যাবেন। কার্যত এমন মন্তব্য শোনা গিয়েছে কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের মুখে। এরপরই এনিয়ে চূড়ান্ত শোরগোল। একটা অনুষ্ঠানে তিনি একথা বলেছিলেন বলে দাবি করা হচ্ছে। তবে পরে অবশ্য তিনি নিজেকে ধর্মনিরপক্ষে ভারতীয় বলেই উল্লেখ করেছেন। 

এনিয়ে  অমিত মালব্য সহ একাধিক বিজেপি নেতা ভিডিয়ো পোস্ট করেছেন। এনিয়ে তীব্র সমালোচনা করছেন তাঁরা। সেই সঙ্গে এবার দলের একাংশের সমালোচনার মুখেও পড়তে হচ্ছে ফিরহাদ হাকিমকে। 

সেখানে শোনা গিয়েছে ফিরহাদ বলছেন,  ‘আমরা এমন একটা সম্প্রদায়ের লোক, যে সম্প্রদায়....বাংলায় তো আমরা ৩৩ শতাংশ। কিন্তু ভারতে মাত্র ১৭ শতাংশ। আর আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। কিন্তু আমরা নিজেদের সংঘ্যালঘু হিসেবে বিবেচনা করি না। আমরা ভাবি যে আমাদের উপরে যদি আল্লাহের রহমত থাকে, তালিম যদি আমাদের পক্ষে থাকে, তাহলে একদিন আমরা মেজরিটির থেকেও মেজরিটি হয়ে যেতে পারি। আমরা যদি নিজেদের শক্তি দিয়ে এটা অর্জন করতে পারি, তাহলে সেটা আল্লাহের কৃপা হবে।’

এদিকে ফিরহাদের এই বক্তব্যকে ঘিরে খোঁচা দিচ্ছেন বিজেপির অনেকেই। তবে এবার এনিয়ে মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, হাকিম সাহেবের বক্তব্য শুনেছি। এইসব বলার আগে ভেবেচিন্তে বলা উচিত। উনি বলতে চেয়েছেন  এই রাজ্যে মুসলিম সমাজের মানুষরা সংখ্যালঘু নয়, সংখ্য়াগরিষ্ঠতায় চলে আসব। আমি ওঁকে কোরান পড়তে বলব। আল্লাহ গোটা বিশ্বকে সৃষ্ঠি করেছেন। উনি এক শব্দে বিশ্বকে যেমন সৃষ্টি করতে পারেন তেমনি এক শব্দে বিশ্বকে শেষ করতে পারেন। তিনি কোন সম্প্রদায়ের মানুষকে বেশিদিন বাঁচিয়ে রাখবেন, কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি ওঠাবেন সেটা তিনিই জানেন। হাকিম সাহেব কেন বলছেন সেটা তিনিই জানেন।…

বিধায়ক হুমায়ুন কবীর বলেন, আমি বলব জনাব ফিরহাদ হাকিম সাহেবকে আর একটু কোরান হাফিজের মোতাবেক একটু পড়াশোনা করতে। আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, আগামী দিন নিয়ে, কোন সম্প্রদায়ের মানুষকে আগামী দিনে বেশি দিন বাঁচিয়ে দিন বাঁচিয়ে রাখবেন সেটা মহান উপরওয়ালা দয়া। তাঁর সৃষ্টি। এটা হুমায়ুন কবীরের বলা উচিত হবে না। মুর্খামি হবে।আর যিনি বলেছেন তিনি যাতে ভেবে চিন্তে বলেন সেটা বলব। 

এদিকে ঘরে বাইরে এবার সমালোচনার মুখে পড়ছেন ফিরহাদ হাকিম। সব মিলিয়ে অস্বস্তি বাড়ল ফিরহাদ হাকিমের। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়