শিরোনাম
◈ ছিলেন ফুটবলার, এখন জর্জিয়ার প্রেসিডেন্ট ◈ কিলিয়ান এমবাপ্পে আবারো ফ্রান্সের ‘বর্ষসেরা’ ফুটবলার ◈ বিশ্বের সবচেয়ে বড় আফিম সরবরাহকারী দেশ মিয়ানমার: জাতিসংঘ ◈ ওয়ানডে ক্রিকেটে বেহালদশা বাংলাদেশের, বিসিবি বিপাকে ◈ থাইল্যান্ডে উৎসবে বোমা হামলায় নিহত ৩, আহত ৪৮ ◈ বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া তথ্য বেশি ছড়ানো হচ্ছেএক্সেও! ◈ চীনের ভিডিওকে বাংলাদেশে হিন্দু পোড়ানোর দাবি করে মিথ্যা প্রচারণা : রিউমার স্ক্যানার ◈ হাসপাতালে ফারিণ-পাভেল, দোয়া চেয়ে যা বললেন নির্মাতা ◈ ভারতে আটক ৬ বাংলাদেশি জেলেকে হস্তান্তর ◈ মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের কুমির রুবেলসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের ভিডিওকে বাংলাদেশে হিন্দু পোড়ানোর দাবি করে মিথ্যা প্রচারণা : রিউমার স্ক্যানার

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ পোড়ানোর সদৃশ একটি ভিডিও প্রচার করে বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্য বলে দাবি করে প্রচার করা হয়েছে।যা সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ। ছড়িয়ে পড়া ওই ভিডিওটি চীনে হ্যালোইন উদযাপনের বলে জানিয়েছে তারা।

রিউমার স্ক্যানার জানায়, ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশে কোনো হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্যের নয়। এই দৃশ্যটি অন্তত ৬ বছর আগে চীনে হ্যালোইন উদযাপনের। ২০১৮ সালের ২৭ অক্টোবর ‘SviatMe’ নামের ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত একটি ভিডিওর ফ্রেমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল পাওয়া গেছে। ভিডিওটি চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি হ্যালোইন পার্টির বলে জানা গেছে।’

ফ্যাক্টচেকিং এই প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর ‘galaxychimelong’ নামক ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিওতে হ্যালোইনের সাজে সজ্জিত একজনকে বিভিন্ন কার্যক্রম করতে দেখা যায়। ওই ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির কার্যক্রমের মিল রয়েছে। সেই ভিডিওতেও জায়গাটির চীনের গুয়াংডং বলে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমা বিশ্বে হ্যালোইন অন্যতম একটি জনপ্রিয় উৎসব। মূলত পশ্চিমে এটি পালন করা হলেও সারাবিশ্বেই কমবেশি এই উৎসবের আয়োজন চোখে পড়ে। দিনটিতে অনেকে ভূতের সাজে সজ্জিত হয়ে ভয়ানক কার্যক্রম করে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়