শিরোনাম
◈ ভারতে আটক ৬ বাংলাদেশি জেলেকে হস্তান্তর ◈ মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের কুমির রুবেলসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার ◈ সাড়ে ৪ মাস স্থিতিশীল থাকার পর বাড়ল ডলারের দাম ◈ ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট  ◈ ইরানের নতুন এই আবিষ্কার চোখ কপালে উঠার মতই ◈ মুক্তিপণ দিয়ে মুক্তি: হাসপাতাল থেকে পালালেন আ. লীগ নেতা  মিসবাহ উদ্দিন সিরাজ ◈ শারীরিক অবস্থা সুস্থ থাকলে  মুক্তিযোদ্ধা দলের ২১ ডিসেম্বরের  মহাসমাবেশে  অংশ নিবেন খালেদা জিয়া  ◈ হাসিনার জন্মদিন পালন করে ভাইরাল সেই নেত্রী আটক ◈ রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা ফিরবে’, বিক্ষোভের মুখে আটক ১ (ভিডিও) ◈ পুলিশের ওপর হামলার ঘটনায় তাহেরির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৯ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা ‘মা’ হলে ইউনুস ‘বাবা’! পাল্টি খেতে চাপ নেই জয়ের

হিন্দুস্তান টাইমস: পূর্বাচলের জমি চাই। তার জন্য যা খুশি করতে বা বলতে রাজি বাংলাদেশি অভিনেতা জয়। একটা সময় সেখানে যোনি পাওয়ার জন্য তিনি শেখ হাসিনা, তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মা ডেকেছিলেন। জানালেন তাঁর সেই কাজের জন্য কোনও আফসোস নেই। বরং তিনি আগামীতে জমি পাওয়ার জন্য ইউনুসকেও বাবা ডাকতে পারেন।

পূর্বাচলের জমি চাই। তার জন্য যা খুশি করতে বা বলতে রাজি বাংলাদেশি অভিনেতা জয়। একটা সময় সেখানে যোনি পাওয়ার জন্য তিনি শেখ হাসিনা, তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মা ডেকেছিলেন। জানালেন তাঁর সেই কাজের জন্য কোনও আফসোস নেই। বরং তিনি আগামীতে জমি পাওয়ার জন্য ইউনুসকেও বাবা ডাকতে পারেন।

কী বলেছেন জয়?

২০১৪ সালে পূর্বাচলের জমি পেতে শেখ হাসিনাকে মা বলে ডেকেছিলেন বাংলাদেশের অভিনেতা জয়। সেই চিঠিতে তিনি ওপার বাংলার তৎকালীন প্রধানমন্ত্রীকে মা বলে ডেকেছিলেন শাহরিয়ার নাজিম জয়। চলতি বছরের ৫ অগস্ট যখন আওয়ামী লীগ তথা হাসিনার সরকারের পতন হয় তখন সেই চিঠি প্রকাশ্যে আসে। এরপরই বিতর্কের মুখে পড়েন জয়। আর সেই বিতর্কের জবাবে সম্প্রতি তিনি জানিয়েছেন আবার জমি পাওয়ার জন্য তিনি মহম্মদ ইউনুসকেও বাবা বলে ডাকতে রাজি আছেন।

কালের কণ্ঠকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'মহম্মদ ইউনুস স্যারকে আরেকটা জমি পাওয়ার জন্য আমি বাবা ডাকতে হলেও ডাকব। জমি পাওয়ার জন্য বাবা, দাদা, মা, ইত্যাদি সব কিছু ডাকা যায়। আমি আগামীতেও ডাকব। এটা নিয়ে আমার কোনও আফসোস নেই।'

তবে জমি পাওয়ার আশায় মা ডাকায় আফসোস না থাকলেও হাসিনার সরকারের কাজকর্ম দেখে, তাঁকে মা ডাকার জন্য অবশ্যই অনুতপ্ত জয়। তাঁর মতে শেখ হাসিনার জন্য এত মানুষের প্রাণ ঝরেছে। এত মানুষ মারা গিয়েছেন। আর যাঁর জন্য এত মানুষ মানুষ মারা গিয়েছেন তাঁর জন্য তাঁর কোনও মায়া মমতা নেই।

আরও পড়ুন: 'ফরচুনা চড়ে - আর্বানায় থেকে টেকনিশিয়ানদের সমস্যা বুঝছেন না', অভিযোগ উঠতেই কী জবাব দিলেন কৌশিক - পরমরা?

আরও পড়ুন: গয়নার বাক্সর স্মৃতি ফেরালেন শ্রাবন্তী! সাদা শাড়ি - সোনার গয়নায় বোল্ড লুকে শীতে উষ্ণতার পারদ চড়ালেন দেবী চৌধুরানী

  • সর্বশেষ
  • জনপ্রিয়