তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে সৌদি আরবে। আর এ কারণে মরুভূমির দেশটির তাপমাত্রার নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) শুক্রবার (১৩ ডিসেম্বর) এমন সতর্কবার্তাই দিয়েছে।
এনসিএম’র আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সৌদি আরবে আজ শনি কিংবা রোববার থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে এবং দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যেতে পারে।
দেশটির তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে তাপমাত্রা সর্বনিম্ন মাইনস ৩ ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে এনসিএমের মুখপাত্র হুসাইন আল কাহতানি।
সাংবাদিকদের তিনি বলেন, আজ শনিবার থেকে সৌদির ওপর দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে। এই বাতাসের ধাক্কায় এ সময় এসব অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন মাইনস ৩ ডিগ্রিতে নামতে পারে।
তবে সোম ও মঙ্গলবার থেকে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসেমসহ উপকূলীয় অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হবে। তবে এসব এলাকায় তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রির মধ্যে থাকবে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে রোব ও সোমবার ক্ষতিগ্রস্ত এলাকায় তীব্র বাতাস বয়ে ধুলোঝড়ের সৃষ্টি করবে। মক্কা ও মদিনার কিছু অংশে বিশেষ করে দিনের বেলায় উপকূলীয় অঞ্চলগুলিতে ঠান্ডা বাতাস বয়ে যাবে।
এনসিএম সতর্কবার্তা দিয়েছে, এ শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনগণকে আহ্বান জানানো হচ্ছে। সূত্র: গাল্ফ নিউজ
আপনার মতামত লিখুন :