শিরোনাম
◈ হাসিনার ভাষণে ক্ষুব্ধদের ৩২ নম্বর ভাংচুর, আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার ◈ এবার ৩২ নম্বর বাড়ি ভাঙা ও শেখ হাসিনার ভাষণ নিয়ে যা বললেন ফরহাদ মজহার ◈ কারাবাও কাপ থেকে আর্সেনালের বিদায়,  নিউক্যাসল ফাইনালে ◈ এবার ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে আগুন ◈ ১২ বছর পর সান্তোসে খেললেন নেইমার, রেজাল্ট জিরো ◈ সুন্দরবনে বাঘ কোথায়? খুলনা টাইগার্সকে চিটাগং কিংসের খোঁচা ◈ বাংলাদেশের সৈকত চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ারিং করবেন ◈ শেখ মুজিব ও হাসিনার নাম যেসব বিশ্ববিদ্যালয় থেকে মুছে দেওয়া হলো ◈ সেই নরপিশাচরা ও তাদের নেত্রী এত স্পর্ধা দেখায় কীভাবে? প্রশ্ন মুশফিকুল ফজল আনসারী ◈ বরিশালের সেরনিয়াবাত ভবন এখন ধ্বংসস্তূপ

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৭:০১ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে বাড়ি বাড়ি গিয়ে বাংলাদেশিদের খোঁজ পুলিশের, একদিনেই চিহ্নিত ২০ জন

দিল্লিতে অবৈধ ভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করতে অভিযান শুরু হল। একেই দিল্লিতে বিধানসভা নির্বাচন আসন্ন। এই আবহে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরই পুলিশকে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্যে নির্দেশ দিয়েছিলেন।

বিগত বেশ কয়েকদিন ধরেই ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ধরা পড়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। এরই মাঝে আবার গত কয়েকদিনে শীত বেড়েছে। তারই সঙ্গে ভোরে কুয়াশাও বেড়েছে। যার ফলে অনুপ্রবেশকারীদের সুবিধা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই সবের মাঝেই আশঙ্কা করা হচ্ছে, বেআইনি ভাবে আরও বেশি সংখ্যক বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন ভারতে। এহেন পরিস্থিতিতে এবার দিল্লিতে অবৈধ ভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করতে অভিযান শুরু হল। একেই দিল্লিতে বিধানসভা নির্বাচন আসন্ন। এই আবহে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরই পুলিশকে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্যে নির্দেশ দিয়েছিলেন।

রিপোর্ট অনুযায়ী, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার এই অভিযান চলাকালীন বৃহস্পতিবারেই ২০ জন বাংলাদেশিকে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। পূর্ব দিল্লির সীমাপুরিতে বাস করছিলেন এই বাংলাদেশি অনুপ্রেশকারীরা। জানা গিয়েছে, দিল্লির কালিন্দি কুঞ্জ, শহিরবাগ, জামিয়া নগরেও একই ধরনের অভিযান চালাচ্ছে পুলিশ। সেখনে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের আইডি কার্ড ও আধার পরীক্ষা করে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার চালু হওয়া এই অভিযান ২ মাস ধরে চলার কথা।

এর আগে বাংলাদেশের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় চার হিন্দুকে গ্রেফতার করা হয় গত বুধবার। দেবনগড় ইউনিয়নের সুকানী সীমান্তের ৭৪০ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব–পিলার এলাকা থেকে একই পরিবারের ৩ সদস্য সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে। তাঁদের নাম - মণিরাম বর্মণ (৫২), তাঁর স্ত্রী হীরা রানি বর্মণ (৩৫), মণিরামে প্রথম স্ত্রীর ছেলে (প্রথম স্ত্রীর) রিপন বর্মণ (২১) এবং প্রতিবেশী নিমাই চন্দ্র বর্মণ। ধৃতরা ঠাকুরগাঁও সদর উপজেলার ধোন্দগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ঠাকুরগাওঁয়ের এক দালালচক্রের সাহায্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এই চার বাংলাদেশি। সেই সময় বিএসএফ সদস্যরা তাঁদের দেখে ফেলে এবং বিজিবিকে অবগত করে। তখন বিজিবি তাঁদের গ্রেফতার করে। সূত্র : হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়