শিরোনাম
◈ মোটরযান চলাচল নিয়ে কঠোর নির্দেশনা, না মানলেই শাস্তি ◈ কুষ্টিয়ায় অভিযানে জাসদ নেতার ভাইয়ের মৃত্যু, ৩ পুলিশ অবরুদ্ধ (ভিডিও) ◈ শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের ◈ সত্যতা জানা গেল শেখ হাসিনার জনসভার দাবি করা ভিডিওর  ◈ অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা  ◈ শহীদ বুদ্ধিজীবী দিবস আজ  ◈ রূপপুর বিদ্যুৎ প্রকল্প সম্পন্ন করার পক্ষে সরকার : অর্থ উপদেষ্টা ◈ আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ বললেন তাপমাত্রা ৩ ডিগ্রিতে নামার সম্ভাবনা ◈ নিজ স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে : জয়শঙ্কর ◈ কোরআন তেলওয়াত দিয়ে শুরু হয় ট্রাম্পের বিজয় উদ্‌যাপনের অনুষ্ঠান

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকা ছাপানোর কোম্পানির আয়ে ধস!

বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট ছাপানোর জন্য হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। ছবি: সংগৃহীত

ব্যাংক নোট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডি লা রু। মুদ্রা ব্যবসায় চলতি অর্থবছরের প্রথমার্ধের তাদের বিক্রি উল্লেখযোগ্য পরিমাণ কমেছে।

যুক্তরাজ্যের হ্যাম্পশায়ার-ভিত্তিক এই গ্রুপের গ্রাহকদের মধ্যে অন্যতম দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ড। ডি লা রু জানিয়েছে, তাদের বার্ষিক টার্নওভার ১০ দশমিক ২ শতাংশ কমে ১৪ কোটি ৫১ লাখ পাউন্ডে দাঁড়িয়েছে। গত ২৮ সেপ্টেম্বর তাদের অর্থবছরের প্রথমার্ধ শেষ হয়েছে।

তবে, এই কোম্পানির অথেনটিকেশন শাখার রাজস্ব ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫ কোটি ২ লাখে পৌঁছেছে। অবশ্য এই শাখা ইতিমধ্যে শিল্প প্রযুক্তি কোম্পানি ক্রেন এনএক্সটির কাছে ৩০ কোটি পাউন্ডে বিক্রির চুক্তি করেছে ডি লা রু।

অন্যদিকে, মুদ্রা বিভাগে বিক্রি থেকে আয় ১৬ দশমিক ৩ শতাংশ কমে ১৯ কোটি ৪৯ লাখ পাউন্ডে নেমে গেছে। এর কারণ হিসেবে তারা বছরে কিছু ডেলিভারি অর্থবছরের দ্বিতীয়ার্ধে স্থানান্তরিত হয়েছে।

তবে তাদের সমন্বিত পরিচালন মুনাফা প্রত্যাশার চেয়ে বেশি কমেছে। এই মুনাফা ৭ দশমিক ৬ শতাংশ কমে ৭৩ লাখ পাউন্ডে নেমেছে। ন্যূনতম বিশেষ চার্জের কারণে কর পূর্ব ক্ষতি অর্ধেকে নেমে ৬৫ লাখ পাউন্ডে নেমেছে।

এসব কিছুর পরও ডি লা রুর মুদ্রা ব্যবসা একাধিক চুক্তি পেতে সমর্থ হওয়ায় তাদের ক্রয়াদেশ পাঁচ বছরের সর্বোচ্চ ৩৩ কোটি ৮০ লাখ পাউন্ডে সম্প্রসারিত হয়েছে। এর মধ্যে কিছু পলিমার–ভিত্তিক ব্যাংক নোট প্রস্তুতের চুক্তিও রয়েছে।

ফলে, কোম্পানি এই অর্থবছরে সমন্বিত পরিচালন মুনাফা ‘মিড-টু-হাই ২ কোটি পাউন্ডের’ মধ্যে থাকবে বলে তারা আশা করছে।

ডি লা রুর প্রধান নির্বাহী ক্লাইভ ভ্যাচার বলেছেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে আমরা যে উল্লেখযোগ্য নতুন ক্রয়াদেশ পেয়েছি তা পরবর্তী অর্থবছরে রাজস্ব বৃদ্ধিতে যুক্ত হবে এবং আমাদের বৃদ্ধির প্রত্যাশাকে দৃঢ়ভাবে সমর্থন করবে।’

তিনি বলেন, ‘এই দৃঢ় ভিত্তি–সহ, আমাদের চলমান মুদ্রা ব্যবসা এখন একটি উন্নত বাজারের পুরো সুবিধা নিতে ভালোভাবে প্রস্তুত। ২০২৫ এবং এর পরেও উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি থাকবে।’

ডি লা রু তাদের অথেনটিকেশন ব্যবসা বিক্রির আনুষ্ঠানিক ঘোষণার পর শুধু ব্যাংক নোট ডিজাইন এবং মুদ্রণ কার্যক্রমে পরিণত হওয়ার পরিকল্পনা করেছে। ২০২৫ সালের প্রথমার্ধে এই অথেনটিকেশন ব্যবসা বিক্রি চূড়ান্ত এবং তাদের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

গ্রুপটি এই বিক্রির অর্থ ব্যবহার করে একটি বড় ঋণ পরিশোধ এবং পেনশন স্কিমের দায় কমানোর পরিকল্পনা করেছে।

গত বছর, ডি লা রু প্রায় ২ কোটি পাউন্ড পেনশন ঘাটতির পূরণ স্থগিত রাখার অনুমতি পেয়েছিল। এর কারণ ওই সময় বৈশ্বিক ব্যাংক নোটের নিম্ন চাহিদার কারণে গুরুতর অনিশ্চয়তার সম্মুখীন হয়েছিল কোম্পানিটি।

ডি লা রুর শেয়ারদর গতকাল বৃহস্পতিবার সকালে ৫ শতাংশ কমে ১০৪ পেনিতে নেমেছে। যদিও গত বছর প্রায় ৪২ শতাংশ বেড়েছিল।

দুই শতাব্দীরও বেশি আগে প্রতিষ্ঠিত এই কোম্পানি বিশ্বের অর্ধেকের বেশি কেন্দ্রীয় ব্যাংকের জন্য ব্যাংক নোট প্রিন্ট করে।

ডি লা রুর গ্রাহক যারা

ডি লা রু একটি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান, যা নিরাপত্তা মুদ্রণ, ব্যাংক নোট উৎপাদন, এবং জালিয়াতি প্রতিরোধ প্রযুক্তিতে বিশেষজ্ঞ। এটি বিশ্বব্যাপী সরকার, কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যবসাগুলোর জন্য পণ্য এবং পরিষেবা প্রদান করে।

ডি লা রুর গ্রাহক দেশগুলো:

যুক্তরাজ্য: কোম্পানির প্রধান কার্যালয় এখানে অবস্থিত হওয়ায়, এটি ব্যাংক অব ইংল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।

অন্যান্য ইউরোপীয় দেশ: ডি লা রু ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংক নোট উৎপাদনের জন্য অংশীদারত্ব করে।

আফ্রিকা: আফ্রিকার অনেক দেশ তাদের ব্যাংক নোট এবং নিরাপত্তা মুদ্রণ পরিষেবার জন্য ডি লা রুর ওপর নির্ভর করে।

এশিয়া এবং মধ্যপ্রাচ্য: এই অঞ্চলের দেশগুলো প্রায়ই ব্যাংক নোট এবং পাসপোর্টের জন্য ডি লা রুর সেবা নেয়।

ক্যারিবিয়ান এবং লাতিন আমেরিকা: ডি লা রু এই অঞ্চলের সরকারগুলোর জন্য নিরাপদ নথি এবং মুদ্রা মুদ্রণ পরিষেবা দেয়।

ওশেনিয়া: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু দেশও ডি লা রুর গ্রাহক।

টাকা ছাপানোর জন্য দেশগুলো নির্ভর করে চুক্তি এবং টেন্ডারের ওপর। ডি লা রু বিশ্বব্যাপী অন্যান্য প্রধান নিরাপত্তা মুদ্রণ কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে, যেমন গিসেক‍+ডেভরিয়েন্ট এবং ক্রেইন কারেন্সি। ডি লা রু গুরুত্বপূর্ণ উপস্থিতি থাকলেও, সব দেশ তাদের ওপর নির্ভর করে না; কিছু দেশের নিজস্ব ব্যাংক নোট মুদ্রণ সুবিধা বা বিকল্প সরবরাহকারী রয়েছে। সূত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়