পার্সটুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল মন্ত্রী "মোহসেন পাকনেজাদ", ২০২৫ সালে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ ওপেকের অন্তর্বর্তী প্রধান হিসেবে নির্বাচিত হন।
৫টি মার্কিন জাহাজে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলা, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তিনটি ইউরোপীয় দেশের দাবি প্রত্যাখ্যান, ২০২৫ সালে ইরানের ওপেকের সভাপতি হওয়া, সিরিয়ায় ইসরাইলের বোমা হামলার প্রতি ব্রিটিশ সমর্থন, চাদ থেকে ফরাসি সৈন্য প্রত্যাহারসহ আরো কিছু সংক্ষিপ্ত খবর এখানে তুলে ধরা হলো।
৫টি মার্কিন জাহাজে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা
আল-আলমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া আল-সারি মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন যে দেশটির সশস্ত্র বাহিনী ৫টি মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি আরো জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী জিবুতি বন্দর ত্যাগ করার পর তিনটি আমেরিকান সাহায্য প্রেরণকারী জাহাজ এবং এডেন উপসাগরে দুটি আমেরিকান ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ব্রিটেন: হায়াত তাহরির আশ-শামের সঙ্গে কথা বলতে কোনো বাধা নেই
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় বলা হয়েছে, সিরিয়ায় তাহরির আশ-শামকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা হলেও তা আগামীতে এই গোষ্ঠীর সঙ্গে আলোচনায় কোনো বাধা হবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছে: যদিও হায়াত তাহরির আশ-শামের কার্যক্রম যুক্তরাজ্যে নিষিদ্ধ, তারপরও এই নিষেধাজ্ঞা লন্ডনে এই গোষ্ঠীর সাথে ভবিষ্যতের আলোচনার পথে কোনো বাধা হবে না।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী "ডেভিড লেমি", মঙ্গলবার সিরিয়ায় ইসরাইলের হামলাকে সমর্থন করে বলেছেন: এই হামলাগুলোর প্রতি আমাদের সবার সমর্থন রয়েছে।
সিরিয়ার লাতাকিয়া ও তারতুসে ভয়াবহ বিস্ফোরণ
বুধবার সকালে, ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার ফলে সিরিয়ার লাতাকিয়া এবং তারতুস প্রদেশে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গণমাধ্যম। এর আগে, ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করেছিল যে তারা সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধজাহাজ, বিমানবন্দর, বিমান, ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্রসহ সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদ ধ্বংস করেছে।
এদিকে, মঙ্গলবার ইহুদিবাদী সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী, ইসরাইল গত ২ দিনে সিরিয়ায় ৪৮০টি হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ: আমরা সিরিয়া জাতির জন্য বিশ্বের সমর্থন চাই
ইরানের আল-আলম টিভি চ্যানেল জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছে যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম ও আরব দেশগুলো সিরিয়ার বর্তমান সংকটময় পরিস্থিতির জন্য দায়ী। হিজবুল্লাহ এই বিবৃতিতে নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম ও আরব দেশগুলোর কাছে সিরিয়ায় ইসরাইলের হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।
হোয়াইট হাউস: মার্কিন সেনারা সিরিয়ায় থাকবে
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফেইনার মঙ্গলবার ঘোষণা করেছেন: আমেরিকান বাহিনী সিরিয়ায় থাকবে কারণ তাদের এই দেশে একটি গুরুত্বপূর্ণ মিশন শেষ করতে হবে।
ইউরোপের তিন দেশের প্রতি ইরানের হুঁশিয়ারি: আমরা যে কোনও অযাচিত আচরণের জবাব দেব
ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির বিরুদ্ধে তিন ইউরোপীয় দেশ সম্প্রতি যে অভিযোগ জানিয়েছে তার উত্তর দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। তিনি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে বলেন: মাশে ম্যাকানিজম চালু করার যেকোনো হুমকি শুধু অগঠনমূলকই নয় বরং তা করা হলে তেহরান কঠোর প্রতিক্রিয়া দেখাবে।
তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তাদের অভিযোগে দাবি করেছে, ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত নিজের পরমাণু সমঝোতায় প্রদত্ত প্রতিশ্রুতি মেনে চলছে না। এ অভিযোগের জবাব দিতে গিয়ে ইরাভানি তার চিঠিতে বলেন: আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও এবং তিন ইউরোপীয় দেশ এটি মেনে চলতে ব্যর্থ হওয়ার পরও ইরান এককভাবে বহুদিন ওই সমঝোতা মেনে চলার যে পদক্ষেপ নিয়েছিল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির অভিযোগে তা উপেক্ষা করা হয়েছে।
ইরানের তেলমন্ত্রী ওপেকের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হয়েছেন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল মন্ত্রী "মোহসেন পাকনেজাদ" আগামী বছরে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ "OPEC" এর অন্তর্বর্তী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
চাদ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ফ্রান্স
ফ্রান্সের সেনাবাহিনী মঙ্গলবার ঘোষণা করেছে যে প্যারিসের সাথে চাদ সামরিক সহযোগিতা শেষ করার পর আফ্রিকার এই দেশ থেকে তাদের সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ফরাসি বিরোধী মনোভাব ছড়িয়ে পড়ার পর ফ্রান্স এর আগে মালি, বুরকিনা ফাসো এবং নাইজার থেকে তার সৈন্য প্রত্যাহার করেছিল।
আপনার মতামত লিখুন :